Numerology Number 8: শনিদেবের প্রিয় কোন সংখ্যার জাতকরা? সূর্যপুত্রের আশীর্বাদে জীবনের সব বাধা পেরিয়ে যান এরা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সংখ্যাতত্ত্বের উপর মানব জীবনের গভীর প্রভাব পড়ে। কারণ দেখা যায় কোনও কোনও সংখ্যা আমাদের জীবনে ভীষণ শুভ হয়। এখানে আমরা আলোচনা করব মুলাঙ্ক ৮-এর ব্যাপারে।
advertisement
advertisement
অঙ্ক শাস্ত্রে মুলাঙ্ক ৮-এর গুরুত্ব
অঙ্ক শাস্ত্র অনুসারে ৮ মুলাঙ্কের ব্যক্তিদের শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। এছাড়াও এইসব ব্যক্তিদের জীবনে বিপুল সম্পত্তি আসে। এঁদের ভাগ্য মোটামুটি ৩০ বছর বাদে দারুণ ভাবে ফল দেয়। এই মুলাঙ্কের ব্যক্তিরা পার্থিব সুখ থেকে দূরে থাকেন অর্থাৎ বিলাসবহুল জীবনের থেকে সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন। প্রতীকী ছবি
অঙ্ক শাস্ত্র অনুসারে ৮ মুলাঙ্কের ব্যক্তিদের শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। এছাড়াও এইসব ব্যক্তিদের জীবনে বিপুল সম্পত্তি আসে। এঁদের ভাগ্য মোটামুটি ৩০ বছর বাদে দারুণ ভাবে ফল দেয়। এই মুলাঙ্কের ব্যক্তিরা পার্থিব সুখ থেকে দূরে থাকেন অর্থাৎ বিলাসবহুল জীবনের থেকে সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন। প্রতীকী ছবি
advertisement
advertisement
অঙ্ক শাস্ত্র অনুসারে ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন
অঙ্ক শাস্ত্র অনুযায়ী মুলাঙ্ক ৮-এর মানুষেরা ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন। ভাগ্যের থেকে কর্মের বিশ্বাসী হওয়ায় যেকোনো কাজে ভীষণ পরিশ্রমী হন। কোনও বিষয়ে এনারা ভীষণ স্বাধীনচেতা হন। এছাড়াও কোনও ধরনের শর্তাধীন হয়ে কাজ করতে পারেন না এই মুলাঙ্কের মানুষরা। প্রতীকী ছবি
অঙ্ক শাস্ত্র অনুযায়ী মুলাঙ্ক ৮-এর মানুষেরা ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন। ভাগ্যের থেকে কর্মের বিশ্বাসী হওয়ায় যেকোনো কাজে ভীষণ পরিশ্রমী হন। কোনও বিষয়ে এনারা ভীষণ স্বাধীনচেতা হন। এছাড়াও কোনও ধরনের শর্তাধীন হয়ে কাজ করতে পারেন না এই মুলাঙ্কের মানুষরা। প্রতীকী ছবি
advertisement