Numerology Number 8: শনিদেবের প্রিয় কোন সংখ্যার জাতকরা? সূর্যপুত্রের আশীর্বাদে জীবনের সব বাধা পেরিয়ে যান এরা

Last Updated:
সংখ্যাতত্ত্বের উপর মানব জীবনের গভীর প্রভাব পড়ে। কারণ দেখা যায় কোনও কোনও সংখ্যা আমাদের জীবনে ভীষণ শুভ হয়। এখানে আমরা আলোচনা করব মুলাঙ্ক ৮-এর ব্যাপারে।
1/6
সংখ্যাতত্ত্বের উপর মানব জীবনের গভীর প্রভাব পড়ে। কারণ দেখা যায় কোনও কোনও সংখ্যা আমাদের জীবনে ভীষণ শুভ হয়। এখানে আমরা আলোচনা করব মুলাঙ্ক ৮-এর ব্যাপারে। এই মুলাঙ্কের সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব যুক্ত। প্রতীকী ছবি।
সংখ্যাতত্ত্বের উপর মানব জীবনের গভীর প্রভাব পড়ে। কারণ দেখা যায় কোনও কোনও সংখ্যা আমাদের জীবনে ভীষণ শুভ হয়। এখানে আমরা আলোচনা করব মুলাঙ্ক ৮-এর ব্যাপারে। এই মুলাঙ্কের সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব যুক্ত। প্রতীকী ছবি।
advertisement
2/6
এই বিষয় জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, কারুর মুলাঙ্ক বের করতে হলে তাঁর জন্ম তারিখের যোগফল বের করতে হবে। অর্থাৎ কারুর জন্মদিন যদি মাসের ৮, ১৭, কিংবা ২৬ তারিখে হয় তবে তাঁর মুলাঙ্ক ৮ হবে। এইসব ব্যক্তিদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদা থাকে বলে জানাচ্ছেন জ্যোতিষী হিতেন্দ্র কুমার। প্রতীকী ছবি।
এই বিষয় জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, কারুর মুলাঙ্ক বের করতে হলে তাঁর জন্ম তারিখের যোগফল বের করতে হবে। অর্থাৎ কারুর জন্মদিন যদি মাসের ৮, ১৭, কিংবা ২৬ তারিখে হয় তবে তাঁর মুলাঙ্ক ৮ হবে। এইসব ব্যক্তিদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদা থাকে বলে জানাচ্ছেন জ্যোতিষী হিতেন্দ্র কুমার। প্রতীকী ছবি।
advertisement
3/6
অঙ্ক শাস্ত্রে মুলাঙ্ক ৮-এর গুরুত্বঅঙ্ক শাস্ত্র অনুসারে ৮ মুলাঙ্কের ব্যক্তিদের শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। এছাড়াও এইসব ব্যক্তিদের জীবনে বিপুল সম্পত্তি আসে। এঁদের ভাগ্য মোটামুটি ৩০ বছর বাদে দারুণ ভাবে ফল দেয়। এই মুলাঙ্কের ব্যক্তিরা পার্থিব সুখ থেকে দূরে থাকেন অর্থাৎ বিলাসবহুল জীবনের থেকে সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন। প্রতীকী ছবি
অঙ্ক শাস্ত্রে মুলাঙ্ক ৮-এর গুরুত্ব
অঙ্ক শাস্ত্র অনুসারে ৮ মুলাঙ্কের ব্যক্তিদের শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। এছাড়াও এইসব ব্যক্তিদের জীবনে বিপুল সম্পত্তি আসে। এঁদের ভাগ্য মোটামুটি ৩০ বছর বাদে দারুণ ভাবে ফল দেয়। এই মুলাঙ্কের ব্যক্তিরা পার্থিব সুখ থেকে দূরে থাকেন অর্থাৎ বিলাসবহুল জীবনের থেকে সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন। প্রতীকী ছবি
advertisement
4/6
এই মুলাঙ্কের মানুষরা উঁচু দরের মানুষ হন। কোনও বিষয় গভীর ভাবে জানতে বুঝতে চান এই মুলাঙ্কের মানুষরা। কোনও কাজ এরা চুপচাপ করতেই ভালবাসেন। আলস্য বা কোনও ধরনের অসতর্কতা একদমই না পসন্দ। প্রতীকী ছবি
এই মুলাঙ্কের মানুষরা উঁচু দরের মানুষ হন। কোনও বিষয় গভীর ভাবে জানতে বুঝতে চান এই মুলাঙ্কের মানুষরা। কোনও কাজ এরা চুপচাপ করতেই ভালবাসেন। আলস্য বা কোনও ধরনের অসতর্কতা একদমই না পসন্দ। প্রতীকী ছবি
advertisement
5/6
অঙ্ক শাস্ত্র অনুসারে ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হনঅঙ্ক শাস্ত্র অনুযায়ী মুলাঙ্ক ৮-এর মানুষেরা ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন। ভাগ্যের থেকে কর্মের বিশ্বাসী হওয়ায় যেকোনো কাজে ভীষণ পরিশ্রমী হন। কোনও বিষয়ে এনারা ভীষণ স্বাধীনচেতা হন। এছাড়াও কোনও ধরনের শর্তাধীন হয়ে কাজ করতে পারেন না এই মুলাঙ্কের মানুষরা। প্রতীকী ছবি
অঙ্ক শাস্ত্র অনুসারে ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন
অঙ্ক শাস্ত্র অনুযায়ী মুলাঙ্ক ৮-এর মানুষেরা ভাগ্যের থেকে নিজের কর্মে বিশ্বাসী হন। ভাগ্যের থেকে কর্মের বিশ্বাসী হওয়ায় যেকোনো কাজে ভীষণ পরিশ্রমী হন। কোনও বিষয়ে এনারা ভীষণ স্বাধীনচেতা হন। এছাড়াও কোনও ধরনের শর্তাধীন হয়ে কাজ করতে পারেন না এই মুলাঙ্কের মানুষরা। প্রতীকী ছবি
advertisement
6/6
চাটুকারিতা একদমই পছন্দ নয় সূর্যপুত্রের আশীর্বাদপ্রাপ্ত এই মুলাঙ্কের মানুষদের। ৮ মুলাঙ্কের মানুষেরা পার্থিব এবং আধ্যাত্মিক দুই বিষয়েই সমান আগ্রহী হন। প্রতীকী ছবি।
চাটুকারিতা একদমই পছন্দ নয় সূর্যপুত্রের আশীর্বাদপ্রাপ্ত এই মুলাঙ্কের মানুষদের। ৮ মুলাঙ্কের মানুষেরা পার্থিব এবং আধ্যাত্মিক দুই বিষয়েই সমান আগ্রহী হন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement