Hibiscus Astro Tips: বাড়িতে জবা ফুল গাছ থাকলে কি করতে হয় জানেন তো? না হলেই অভাব ছাড়বে না!

Last Updated:
Hibiscus Astro Tips: জবা ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, আপনার আর্থিক ভাগ্যও বদলে দিতে পারে। বাস্তুবিদ থেকে জানুন বাড়িতে জবা গাছ রাখার সঠিক নিয়ম ও জ্যোতিষ গুণাগুণ
1/5
আমরা অনেকেই শখ করে বাড়ির ছাদে বা বাগানে জবা ফুলের গাছ লাগিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ জবা গাছই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? বাস্তু মতে, বাড়িতে জবা গাছ থাকা অত্যন্ত শুভ, তবে তার জন্য মানতে হয় বিশেষ কিছু নিয়ম। বলছেন বাস্তুবিদ সুমন্ত আচার্য
আমরা অনেকেই শখ করে বাড়ির ছাদে বা বাগানে জবা ফুলের গাছ লাগিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ জবা গাছই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? বাস্তু মতে, বাড়িতে জবা গাছ থাকা অত্যন্ত শুভ, তবে তার জন্য মানতে হয় বিশেষ কিছু নিয়ম। বলছেন বাস্তুবিদ সুমন্ত আচার্য
advertisement
2/5
লক্ষ্মীর আশীর্বাদ ও অর্থসংকট মুক্তি: জবা ফুল ধনদেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে জবা গাছ থাকলে এবং সেই ফুল দেবীর চরণে অর্পণ করলে ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এতে পরিবারের আর্থিক অনটন দূর হয় এবং সমৃদ্ধি আসে।
লক্ষ্মীর আশীর্বাদ ও অর্থসংকট মুক্তি: জবা ফুল ধনদেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে জবা গাছ থাকলে এবং সেই ফুল দেবীর চরণে অর্পণ করলে ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এতে পরিবারের আর্থিক অনটন দূর হয় এবং সমৃদ্ধি আসে।
advertisement
3/5
হনুমানজির কৃপা ও বাধা বিপত্তি নাশ: লাল জবা পবনপুত্র হনুমানজির খুব পছন্দের। প্রতি মঙ্গল ও শনিবার যদি বজরংবলীর চরণে লাল জবা নিবেদন করা হয়, তবে জীবনের কঠিন থেকে কঠিনতর বাধা কেটে যায়।
হনুমানজির কৃপা ও বাধা বিপত্তি নাশ: লাল জবা পবনপুত্র হনুমানজির খুব পছন্দের। প্রতি মঙ্গল ও শনিবার যদি বজরংবলীর চরণে লাল জবা নিবেদন করা হয়, তবে জীবনের কঠিন থেকে কঠিনতর বাধা কেটে যায়।
advertisement
4/5
গ্রহদোষ খণ্ডন: যাঁদের জন্মকুণ্ডলীতে মঙ্গলের সমস্যা বা মাঙ্গলিক দোষ রয়েছে, তাঁদের জন্য বাড়িতে লাল জবা গাছ রাখা মহৌষধের মতো কাজ করে। এছাড়া, সূর্যকে শক্তিশালী করতেও জবা ফুল সাহায্য করে।
গ্রহদোষ খণ্ডন: যাঁদের জন্মকুণ্ডলীতে মঙ্গলের সমস্যা বা মাঙ্গলিক দোষ রয়েছে, তাঁদের জন্য বাড়িতে লাল জবা গাছ রাখা মহৌষধের মতো কাজ করে। এছাড়া, সূর্যকে শক্তিশালী করতেও জবা ফুল সাহায্য করে।
advertisement
5/5
সাবধানতা ও পরিচ্ছন্নতা: তবে মনে রাখবেন, জবা গাছ রাখা মানেই শুভ হবে তা নয়। বাস্তুবিদের মতে, গাছের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিষ্কার জায়গায় জবা গাছ থাকলে ইতিবাচক ফল পাওয়ার বদলে উল্টো বিপত্তি বা অভাব বাড়তে পারে। তাই আজই আপনার জবা গাছটির যত্ন নিন এবং সঠিক নিয়ম মেনে শ্রীবৃদ্ধি নিশ্চিত করুন!
সাবধানতা ও পরিচ্ছন্নতা: তবে মনে রাখবেন, জবা গাছ রাখা মানেই শুভ হবে তা নয়। বাস্তুবিদের মতে, গাছের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিষ্কার জায়গায় জবা গাছ থাকলে ইতিবাচক ফল পাওয়ার বদলে উল্টো বিপত্তি বা অভাব বাড়তে পারে। তাই আজই আপনার জবা গাছটির যত্ন নিন এবং সঠিক নিয়ম মেনে শ্রীবৃদ্ধি নিশ্চিত করুন!
advertisement
advertisement
advertisement