Hariyali Teej Rituals 2024: রাত পোহালেই পুণ্যতিথি! জানুন শুভসময়! এই কাজ করলেই যোগ্য স্বামী ও সুখী দাম্পত্য পাবেন অবিবাহিতারা

Last Updated:
Hariyali Teej Rituals 2024: কী করবেন এই তিথিতে? কীভাবে এই পার্বণ পালন করলে সোহাগে ও সম্পদে ভরে উঠবে সংসার? বলছেন জ্যোতিষ বিশারদ
1/9
বর্ষার অন্যতম জনপ্রিয় পার্বণ হরিয়ালী তীজ। বাংলায় খুব বেশি প্রচলিত না হলেও রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে খুবই জনপ্রিয় এই পার্বণ।
বর্ষার অন্যতম জনপ্রিয় পার্বণ হরিয়ালী তীজ। বাংলায় খুব বেশি প্রচলিত না হলেও রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে খুবই জনপ্রিয় এই পার্বণ।
advertisement
2/9
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে নাগপঞ্চমীর দু্’দিন আগে পালিত হয় এই অনুষ্ঠান।
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে নাগপঞ্চমীর দু্’দিন আগে পালিত হয় এই অনুষ্ঠান।
advertisement
3/9
স্বামী এবং সংসারের মঙ্গলকামনায় এই তিথি পালন করেন বিবাহিতারা। তাঁরা সেজে ওঠেন ষোলো শৃঙ্গারে।
স্বামী এবং সংসারের মঙ্গলকামনায় এই তিথি পালন করেন বিবাহিতারা। তাঁরা সেজে ওঠেন ষোলো শৃঙ্গারে।
advertisement
4/9
কী করবেন এই তিথিতে? কীভাবে এই পার্বণ পালন করলে সোহাগে ও সম্পদে ভরে উঠবে সংসার? বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
কী করবেন এই তিথিতে? কীভাবে এই পার্বণ পালন করলে সোহাগে ও সম্পদে ভরে উঠবে সংসার? বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
advertisement
5/9
দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী হরিয়ালী তীজ শুরু হবে ৬ অগাস্ট রাত ৭.৫২ মিনিটে। এই পুণ্যতিথি থাকবে ৭ অগাস্ট রাত ১০.০৫ পর্যন্ত।
দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী হরিয়ালী তীজ শুরু হবে ৬ অগাস্ট রাত ৭.৫২ মিনিটে। এই পুণ্যতিথি থাকবে ৭ অগাস্ট রাত ১০.০৫ পর্যন্ত।
advertisement
6/9
হরিয়ালী তীজ ব্রত যাঁরা পালন করেন তাঁরা ভোরে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করেন।
হরিয়ালী তীজ ব্রত যাঁরা পালন করেন তাঁরা ভোরে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করেন।
advertisement
7/9
নিয়ম নিষ্ঠা পালন করে পুজো করা হয় হরপার্বতী এবং গণেশের। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা।
নিয়ম নিষ্ঠা পালন করে পুজো করা হয় হরপার্বতী এবং গণেশের। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা।
advertisement
8/9
এই তিথিতে ব্রতীরা সাত্তিক আহার গ্রহণ করেন। বিরত থাকেন তামসিক আহার গ্রহণ থেকে।
এই তিথিতে ব্রতীরা সাত্তিক আহার গ্রহণ করেন। বিরত থাকেন তামসিক আহার গ্রহণ থেকে।
advertisement
9/9
বিবাহিতা এবং অবিবাহিতা-সকলেই এই ব্রত পালন করতে পারেন। বিবাহিতারা এই ব্রত পালন করেন স্বামী ও সংসারের মঙ্গলকামনায়। অবিবাহিতারা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাঁদের সুপাত্রে বিয়ে হবে। পাবেন সুখী দাম্পত্য।
বিবাহিতা এবং অবিবাহিতা-সকলেই এই ব্রত পালন করতে পারেন। বিবাহিতারা এই ব্রত পালন করেন স্বামী ও সংসারের মঙ্গলকামনায়। অবিবাহিতারা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাঁদের সুপাত্রে বিয়ে হবে। পাবেন সুখী দাম্পত্য।
advertisement
advertisement
advertisement