Hanumanji Lucky Zodiac Signs: এই ৪ রাশির উপর থাকে হনুমানজির বিশেষ কৃপা! আপনার রাশি কি তালিকায় আছে? এখনই জানুন...

Last Updated:
Hanumanji Lucky Zodiac Signs: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হনুমানজির চার রাশির জাতকদের উপর বিশেষ কৃপা থাকে। এই চার রাশির লোকদের হনুমানজি সবসময় সঙ্কট থেকে রক্ষা করেন। আসুন জেনে নেওয়া যাক, কোন চার রাশির উপর বজরংবলির বিশেষ কৃপা থাকে...
1/13
হনুমান হলেন ভক্তদের অন্যতম প্রিয় দেবতা। মানুষ সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে তাঁর পূজা করেন। মঙ্গলবার দিনে বহু মানুষ হনুমানজির পূজা করতে মন্দিরে ভিড় জমান। বলা হয়, যিনি সৎ মন থেকে হনুমানজির পূজা করেন, তিনি তাঁর আশীর্বাদ লাভ করেন।
হনুমান হলেন ভক্তদের অন্যতম প্রিয় দেবতা। মানুষ সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে তাঁর পূজা করেন। মঙ্গলবার দিনে বহু মানুষ হনুমানজির পূজা করতে মন্দিরে ভিড় জমান। বলা হয়, যিনি সৎ মন থেকে হনুমানজির পূজা করেন, তিনি তাঁর আশীর্বাদ লাভ করেন।
advertisement
2/13
জ্যোতিষ মতে, মোট চারটি রাশি রয়েছ, যাঁদের ওপর ভগবান হনুমান সবসময় সন্তুষ্ট থাকেন। এই রাশির মানুষদের ওপর বজরংবলীর কৃপা বর্ষিত হয়। চলুন দেখা যাক, সেই চারটি রাশি কোনগুলো। আপনি কি এই তালিকায় আছেন?
জ্যোতিষ মতে, মোট চারটি রাশি রয়েছ, যাঁদের ওপর ভগবান হনুমান সবসময় সন্তুষ্ট থাকেন। এই রাশির মানুষদের ওপর বজরংবলীর কৃপা বর্ষিত হয়। চলুন দেখা যাক, সেই চারটি রাশি কোনগুলো। আপনি কি এই তালিকায় আছেন?
advertisement
3/13
হনুমানজির প্রিয় রাশি: মেষ জ্যোতিষশাস্ত্র মতে, হনুমানজির প্রিয় রাশিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি। এই রাশির জাতকদের ওপর ভগবান হনুমানের বিশেষ কৃপা থাকে। তাঁদের মধ্যে থাকে দৃঢ় মনোবল, একাগ্রতা ও সৎ পথে চলার ক্ষমতা।
হনুমানজির প্রিয় রাশি: মেষ জ্যোতিষশাস্ত্র মতে, হনুমানজির প্রিয় রাশিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি। এই রাশির জাতকদের ওপর ভগবান হনুমানের বিশেষ কৃপা থাকে। তাঁদের মধ্যে থাকে দৃঢ় মনোবল, একাগ্রতা ও সৎ পথে চলার ক্ষমতা।
advertisement
4/13
মেষ রাশির জাতকরা হনুমানজির কৃপায় দক্ষতা, জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করলে তাঁদের জীবনের সব বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। এই রাশির মানুষদের অর্থনৈতিক সমস্যা সহজে আসে না।
মেষ রাশির জাতকরা হনুমানজির কৃপায় দক্ষতা, জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করলে তাঁদের জীবনের সব বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। এই রাশির মানুষদের অর্থনৈতিক সমস্যা সহজে আসে না।
advertisement
5/13
হনুমানজির প্রিয় রাশি: সিংহসিংহ রাশির জাতকদের জীবনভর হনুমানজির আশীর্বাদ মেলে। জীবনের যেকোনো বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা করেন ভগবান হনুমান। তাঁরা শক্তিশালী ও দৃঢ়চেতা হন, এবং জীবনে উন্নতি করেন।
হনুমানজির প্রিয় রাশি: সিংহসিংহ রাশির জাতকদের জীবনভর হনুমানজির আশীর্বাদ মেলে। জীবনের যেকোনো বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা করেন ভগবান হনুমান। তাঁরা শক্তিশালী ও দৃঢ়চেতা হন, এবং জীবনে উন্নতি করেন।
advertisement
6/13
হনুমানজির কৃপায় সিংহ রাশির জাতকরা অর্থনৈতিক দিক থেকে সবসময় ভালো থাকেন। কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হয় এবং নেতৃত্বের গুণে তাঁরা সফল হন। নিয়মিত হনুমানজির পূজা করলে তাঁদের সব সমস্যা দূর হয়।
হনুমানজির কৃপায় সিংহ রাশির জাতকরা অর্থনৈতিক দিক থেকে সবসময় ভালো থাকেন। কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হয় এবং নেতৃত্বের গুণে তাঁরা সফল হন। নিয়মিত হনুমানজির পূজা করলে তাঁদের সব সমস্যা দূর হয়।
advertisement
7/13
হনুমানজির প্রিয় রাশি: বৃশ্চিকবৃশ্চিক রাশির জাতকরাও হনুমানজির বিশেষ কৃপা লাভ করেন। তাঁদের জীবনের প্রতিটি কাজে হনুমানজি সহায় হন। যেসব কাজ বিঘ্নিত হচ্ছিল, সেগুলো মুহূর্তেই সফল ও ফলদায়ী হয়ে ওঠে।
হনুমানজির প্রিয় রাশি: বৃশ্চিকবৃশ্চিক রাশির জাতকরাও হনুমানজির বিশেষ কৃপা লাভ করেন। তাঁদের জীবনের প্রতিটি কাজে হনুমানজি সহায় হন। যেসব কাজ বিঘ্নিত হচ্ছিল, সেগুলো মুহূর্তেই সফল ও ফলদায়ী হয়ে ওঠে।
advertisement
8/13
এই রাশির জাতকরা প্রয়োজনীয় কাজে সাফল্য পান এবং হনুমানজির পূজায় তাঁদের অনেক উপকার হয়। আর্থিক অভাব বা সমস্যায় কম পড়েন এবং সাহসের সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করতে পারেন।
এই রাশির জাতকরা প্রয়োজনীয় কাজে সাফল্য পান এবং হনুমানজির পূজায় তাঁদের অনেক উপকার হয়। আর্থিক অভাব বা সমস্যায় কম পড়েন এবং সাহসের সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করতে পারেন।
advertisement
9/13
হনুমানজির প্রিয় রাশি: কুম্ভ কুম্ভ রাশির ওপরেও হনুমানজির বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতকরা সব কাজে সমৃদ্ধ হন এবং হনুমানজির কৃপায় তাঁদের জীবনে বাধাবিঘ্ন আসেই না।
হনুমানজির প্রিয় রাশি: কুম্ভ কুম্ভ রাশির ওপরেও হনুমানজির বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতকরা সব কাজে সমৃদ্ধ হন এবং হনুমানজির কৃপায় তাঁদের জীবনে বাধাবিঘ্ন আসেই না।
advertisement
10/13
কুম্ভ রাশির জাতকরা সুখে-সমৃদ্ধিতে জীবন কাটান। তাঁদের আর্থিক অবস্থাও মজবুত হয়। যদি তাঁরা প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করেন, তবে খুব দ্রুতই হনুমানজি তাঁদের প্রতি প্রসন্ন হন।
কুম্ভ রাশির জাতকরা সুখে-সমৃদ্ধিতে জীবন কাটান। তাঁদের আর্থিক অবস্থাও মজবুত হয়। যদি তাঁরা প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করেন, তবে খুব দ্রুতই হনুমানজি তাঁদের প্রতি প্রসন্ন হন।
advertisement
11/13
এই কারণে কুম্ভ রাশির জাতকদের প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চার রাশির মানুষদের ভগবান হনুমান সবসময় রক্ষা করেন, আর জীবনের পথে এগিয়ে যেতে তাঁদের উৎসাহ ও শক্তি প্রদান করেন।
এই কারণে কুম্ভ রাশির জাতকদের প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চার রাশির মানুষদের ভগবান হনুমান সবসময় রক্ষা করেন, আর জীবনের পথে এগিয়ে যেতে তাঁদের উৎসাহ ও শক্তি প্রদান করেন।
advertisement
12/13
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, "জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ জীবনের সাফল্যের চাবিকাঠি।"
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, "জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ জীবনের সাফল্যের চাবিকাঠি।"
advertisement
13/13
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement