বলা হয়, অস্তায়মান সূর্যের দিকে না কি তাকাতে নেই, তা দুর্ভাগ্য ডেকে আনে। অর্থাৎ ভারতীয় মতে অস্তায়মান গ্রহ সব সময়েই আমাদের ভাগ্যাকাশে দুর্গতির দ্যোতক। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রেও এই কথা এখন সত্য প্রমাণিত হয়েছে। কেন না, মীন রাশিতে তিনি এখন অবস্থান করছেন অস্তায়মান দশায়। এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে তিনি উদিত হবেন মেষ রাশিতে।
মীন- এই রাশিতেই অস্ত যাচ্ছেন দেবগুরু- ফলে এঁদের স্বাস্থ্যহানির সম্ভাবনা অতীব প্রবল। পাশাপাশি, কর্মক্ষেত্র ও পরিবারে অশান্তি শুরু হবে। তাই এই সময়ে আর্থিক এবং অন্য যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই উচিত হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)