Gemini: মিথুন রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Gemini Personality Traits: মূলত যাঁদের জন্ম ২১ মে থেকে ২০ জুনের মধ্যে (Sun Sign), তাঁরাই আসলে মিথুন রাশির জাতক-জাতিকা।
মূলত যাঁদের জন্ম ২১ মে থেকে ২০ জুনের মধ্যে (Sun Sign), তাঁরাই আসলে মিথুন রাশির জাতক-জাতিকা। কিন্তু এঁরা সাধারণত কেমন হন? প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকাকালীন সমস্ত কাজ সঠিক ভাবে শেষ করার জন্য কখনও কি মনে হয়েছে যে, নিজের একটা ক্লোন থাকলে ভাল হত? অল্প কথায় বোঝাতে গেলে মিথুন রাশি ঠিক এরকমই, এমনটাই বলেন জ্যোতিষবিদেরা।
advertisement
আর এই রাশির প্রতীক হল সেলেস্টিয়াল ট্যুইনস। আর সবথেকে বড় কথা হল, এই রাশির মানুষগুলির নানা ক্ষেত্রে আগ্রহ থাকে। তবে অনেক সময় তাঁদের অন্তর্নিহিত দ্বৈততার কারণে অনেকেই তাঁদের দু’মুখো বলে ভুল করে থাকেন। আদতে মিথুন রাশির মধ্যে কোনও গোপন উদ্দেশ্য থাকে না। নানা রকম বিষয়ে উৎসাহ, শখ, কেরিয়ার এবং বন্ধুমহল - এটাই তাঁদের গণ্ডি। সমাজে সকলের সঙ্গে সুন্দর ভাবে মেলামেশা করতে ভালবাসেন। যে কারও সঙ্গে যে কোনও বিষয় নিয়ে অনায়াসে কথা বলে যেতে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
advertisement
আবার পরিবর্তন এবং রূপান্তরের ক্ষেত্রেও দুর্দান্ত মিথুন রাশি। এঁদের মধ্যে সাহসী চিন্তাভাবনার প্রবণতা দেখা যায়। দারুণ পথপ্রদর্শকও হন এঁরা, যে কোনও সৃজনশীল কাজে নিজেদের এনার্জি ব্যবহার করে থাকেন। আর সব সময় নতুন কিছু করার চেষ্টায় মুখিয়ে থাকেন তাঁরা। মিথুন এবং কন্যা উভয় রাশিই বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
advertisement
advertisement
মিথুন রাশির অধিপতি বুধ হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা সব সময় কথা বলতে এবং টেক্সট করতে ভালবাসেন। আর মিথুন রাশির মানুষদের কাছে অভিব্যক্তি সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই, তবে তাঁদের সব সময় ভেবেচিন্তে কথা বলার বিষয়টা মাথায় রাখা উচিত। আর এই রাশির সবথেকে বড় গুণ হল, এঁরা যে কোনও পরিস্থিতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)