Ganesh Chaturthi 2024: বাড়িতে গণেশ পুজো করবেন? সিদ্ধিদাতার ভোগে এগুলি রাখতেই হবে! জেনে নিন পুরোহিতের মত

Last Updated:
Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না এই ভোগ না দিলে, অবশ্যই জেনে নিন পুরোহিতের কাছ থেকে।
1/5
আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
advertisement
3/5
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
advertisement
4/5
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
advertisement
5/5
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।
advertisement
advertisement
advertisement