Gajkesri Rajyog: ১০০ বছর পরে তৈরি হচ্ছে বিরল গজকেশরী-শশ যুগ্ম যোগ...টাকা পয়সা তো আসবেই, দারুণ ভাল সময় আসছে ৩ রাশির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জ্যোতিষী পণ্ডিত ওমপ্রকাশ জোশীর মতে, এই বিরল তিথিতে নির্দিষ্ট সময়ে পূজা ও দান করা বিশেষ শুভ৷ কিন্তু, এই বিরল যুগ্ম যোগের জেরে মা লক্ষ্মী ও গণেশের কৃপায় অত্যন্ত শুভ হতে চলেছে ৩ রাশির জন্য৷
১০ মে, শুক্রবার অক্ষয় তৃতীয়া। এটি হিন্দু ধর্মে অন্যতম প্রধান উৎসব হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয়। তবে এবারে অত্যন্ত বিশেষ হতে চলেছে এই অক্ষয় তৃতীয়া। কারণ ১০০ বছর পরে এই দিনেই তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। বৃহস্পতি এবং চন্দ্রের মিলন হলে এই যোগ গঠিত হয়। পাশাপাশি, এই দিনই তৈরি হচ্ছে শশ যোগও৷
advertisement
advertisement
মেষ রাশি: অক্ষয় তৃতীয়ায় দুটি শুভ যোগের সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এই ব্যক্তিরা চাকরি ও ব্যবসায় অগ্রগতি পাবেন। ব্যবসা বাড়বে। পদোন্নতি পাওয়ার পথ খুলে যাবে। আয় বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। নতুন বাড়ি, নতুন গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে৷
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অক্ষয় তৃতীয়ায় যে শুভ যোগ তৈরি হচ্ছে তা কোনো বরের চেয়ে কম নয়। এই মানুষদের জীবনে সোনালি দিন শুরু হতে পারে ১০ মে থেকে। মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ আপনার উপর থাকবে। এত উন্নতি এবং সুবিধা পাবেন যা কল্পনাও করতে পারেননি। একটি উচ্চ পদ এবং একটি চমৎকার জীবন পাবেন। যারা কাজ করছেন তারা অগ্রগতি পাবেন। ব্যবসায়ীরা প্রচুর লাভবান হবেন।
advertisement
advertisement