Eye Twitching Meaning: চোখ কেন কাঁপে জানেন? কোন চোখ কাঁপলে কী হয়? শুভ–অশুভ কীসের ইঙ্গিত দেয় 'চোখ'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সামুদ্রিক শাস্ত্র অনুসারে মুখমণ্ডল তথা সম্পূর্ণ শরীরের অধ্যয়ন বিদ্যা বলছে, মহিলা ও পুরুষ দু’জনের ক্ষেত্রে চোখ কাঁপার আলাদা আলাদা অর্থ হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু উল্টোদিকে যদি কোনও মহিলার ক্ষেত্রে এমনটা হয় তা কিন্তু তার জন্য মোটেই ভালো নয়। কোনও মহিলার যদি ডান চোখ ফড়ফড় করে তবে তা অশুভ সঙ্কেত হয় তাঁর জন্য। বিশ্বাস করা হয়, এই ধরণের চোখ কাঁপা ওই মহিলার জন্য খারাপ ইঙ্গিত বহন করে আনে। মনে করা হয় যে ওই মহিলার কাজ বিগড়োতে পারে বা কোনও বিঘ্ন ঘটতে পারে আগামী দিনে।
advertisement
advertisement
তবে এ ছাড়াও চোখে অনেক সময় মাংসপেশী সংক্রান্ত সমস্যা হওয়ার ফলেও চোখ কাঁপতে থাকে। যদি দীর্ঘ সময় ধরে আপনার চোখ কাঁপতে থাকে, তবে একবার হলেও চোখের পরীক্ষা করিয়ে নিন। হতেই পারে আপনার চোখে চশমা লাগতে হতে পারে। অথবা চশমার নম্বরও বদলাতে পারে। তাই অবশ্যই এমনটা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement