Durga Puja Astro Tips: ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই কাজ ভুলেও করবেন না, রুষ্ট হবেন দেবী দুর্গা! কী করলে মিলবে সুফল?

Last Updated:
Durga Puja Do's and Don'ts: দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বাঙালির প্রিয় পুজো চলে আসবে। এই সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে এই সময় ভুলেও কয়েকটি কাজ করতে নেই। না হলে রুষ্ট হতে পারেন মা দুর্গা।
1/5
বছর ঘুরে মা আসছেন। বিশ্বব্যাপী বাঙালি মেতে উঠেছে প্রস্তুতিতে। কোথাও কোনও খামতি না রাখার চেষ্টা করছেন সকলে। পুজো মানেই নতুনের ছোঁয়া। তবে এই নতুনের মাঝেও কিছু নিয়ম আচার থাকে। যা পালন করতে হয় বলেই বিশ্বাস। পুজোর নিয়মাবলিতো আছেই।
বছর ঘুরে মা আসছেন। বিশ্বব্যাপী বাঙালি মেতে উঠেছে প্রস্তুতিতে। কোথাও কোনও খামতি না রাখার চেষ্টা করছেন সকলে। পুজো মানেই নতুনের ছোঁয়া। তবে এই নতুনের মাঝেও কিছু নিয়ম আচার থাকে। যা পালন করতে হয় বলেই বিশ্বাস। পুজোর নিয়মাবলিতো আছেই।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, শাস্ত্রমতে বলা হয় পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে, মায়ের আর্শীবাদ পাওয়া যায় বলেই মনে করা হয়। তবে দেবীর ভোগ আমিষ হলে তা গ্রহণ কারায় যায়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, শাস্ত্রমতে বলা হয় পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে, মায়ের আর্শীবাদ পাওয়া যায় বলেই মনে করা হয়। তবে দেবীর ভোগ আমিষ হলে তা গ্রহণ কারায় যায়।
advertisement
3/5
পুজোর দিনগুলোতে যদি গঙ্গা স্নান করা যায়, তাতে শরীর ও মন শুদ্ধের সঙ্গে সঙ্গে সংসারে সুখ শান্তি বজায় থাকবে বলে ধারণা। সঙ্গে প্রতিদিন সকালে ১০৮ বার দুর্গা নাম জপ করলে সকল বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় বলেই ধারণা।
পুজোর দিনগুলোতে যদি গঙ্গা স্নান করা যায়, তাতে শরীর ও মন শুদ্ধের সঙ্গে সঙ্গে সংসারে সুখ শান্তি বজায় থাকবে বলে ধারণা। সঙ্গে প্রতিদিন সকালে ১০৮ বার দুর্গা নাম জপ করলে সকল বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় বলেই ধারণা।
advertisement
4/5
পুজোর দিনে অনেকেই পুষ্পাঞ্জলি দেন। তবে সেই ভীড় জমে অষ্টমীর দিনে। যদি সব দিনই সেই অঞ্জলি দেওয়া যায় তাহলে শুভ বলে মানা হয়। তবে সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্ত মঙ্গলজনক।
পুজোর দিনে অনেকেই পুষ্পাঞ্জলি দেন। তবে সেই ভীড় জমে অষ্টমীর দিনে। যদি সব দিনই সেই অঞ্জলি দেওয়া যায় তাহলে শুভ বলে মানা হয়। তবে সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্ত মঙ্গলজনক।
advertisement
5/5
মায়ের আগমনে আমরা যেমন কোনও খামতি রাখি না। তেমনভাবেই বাড়িতে কোনও অথিতি এলে তাঁর আপ্যায়নে যেন কোনও খামতি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। অতিথি নারায়ণের রূপ। তাঁর বা তাঁদের সম্মানহানি হলে তা দেবতার অপমানের সমান। এছাড়াও মায়ের বোধন থেকে বিসর্জন পর্যন্তচুল, নখ কাটা একেবারে অনুচিত।
মায়ের আগমনে আমরা যেমন কোনও খামতি রাখি না। তেমনভাবেই বাড়িতে কোনও অথিতি এলে তাঁর আপ্যায়নে যেন কোনও খামতি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। অতিথি নারায়ণের রূপ। তাঁর বা তাঁদের সম্মানহানি হলে তা দেবতার অপমানের সমান। এছাড়াও মায়ের বোধন থেকে বিসর্জন পর্যন্তচুল, নখ কাটা একেবারে অনুচিত।
advertisement
advertisement
advertisement