Subho Maha Ashtami 2024: মা দুর্গার কৃপায় বাড়বে ধন-সম্পদ, মহাষ্টমীতে মহা ব্রত, সময় মেনে উপবাস করার নিয়ম জানুন

Last Updated:
মহাষ্টমী ব্রত পালন করতে চাইলে কী কী নিয়ম মানতে হবে, জেনে রাখুন
1/5
অনেকেই দুর্গাপুজোর মহাঅষ্টমী তিথিতে ব্রত পালন করেন। এই দিন উপবাস রাখেন। কিন্তু মহাষ্টমীর উপবাস করতে গেলে কি নিয়ম মেনে চলা উচিত? জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী।
অনেকেই দুর্গাপুজোর মহাঅষ্টমী তিথিতে ব্রত পালন করেন। এই দিন উপবাস রাখেন। কিন্তু মহাষ্টমীর উপবাস করতে গেলে কি নিয়ম মেনে চলা উচিত? জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী।
advertisement
2/5
তিনি জানিয়েছেন, মহাষ্টমীর ব্রত পালন করতে চাইলে অবশ্যই আগের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে সংযম পালন করতে হবে। আমিষ খাওয়া থেকে এই দিন বিরত থাকতে হবে অবশ্যই।
তিনি জানিয়েছেন, মহাষ্টমীর ব্রত পালন করতে চাইলে অবশ্যই আগের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে সংযম পালন করতে হবে। আমিষ খাওয়া থেকে এই দিন বিরত থাকতে হবে অবশ্যই।
advertisement
3/5
এক্ষেত্রে অনেকেই তিথি ধরে উপবাস করেন। অনেকে আবার দিন অনুযায়ী উপবাস করেন। কিন্তু চলতি বছরে যেহেতু একদম সকাল সকাল সন্ধিপুজো হয়ে যাবে, তাই অষ্টমীর ব্রত পালন করতে হবে বৃহস্পতিবারেই।
এক্ষেত্রে অনেকেই তিথি ধরে উপবাস করেন। অনেকে আবার দিন অনুযায়ী উপবাস করেন। কিন্তু চলতি বছরে যেহেতু একদম সকাল সকাল সন্ধিপুজো হয়ে যাবে, তাই অষ্টমীর ব্রত পালন করতে হবে বৃহস্পতিবারেই।
advertisement
4/5
সপ্তমী তিথি থাকছে বৃহস্পতিবার সকাল ৭:২৫ মিনিট পর্যন্ত। তারপর শুরু হয়ে যাচ্ছে অষ্টমী। তাই যারা তিথি অনুযায়ী উপবাস করবেন, তারা এই সময়ের পর আর কিছু খেতে পারবেন না। অষ্টমী তিথির মহাপুজো এবং সন্ধিপুজো সমাপন হলে উপবাস ভঙ্গ করতে পারবেন।
সপ্তমী তিথি থাকছে বৃহস্পতিবার সকাল ৭:২৫ মিনিট পর্যন্ত। তারপর শুরু হয়ে যাচ্ছে অষ্টমী। তাই যারা তিথি অনুযায়ী উপবাস করবেন, তারা এই সময়ের পর আর কিছু খেতে পারবেন না। অষ্টমী তিথির মহাপুজো এবং সন্ধিপুজো সমাপন হলে উপবাস ভঙ্গ করতে পারবেন।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, এক্ষেত্রে যারা নির্জলা উপবাস করতে চান, তারা এই পুরো সময়টুকুর মধ্যে জলও খেতে পারবেন না। তবে যারা নির্জলা উপবাস রাখবেন না, তারা চা, চিনি মিশ্রিত জল ইত্যাদি খেতে পারবেন।
তিনি জানিয়েছেন, এক্ষেত্রে যারা নির্জলা উপবাস করতে চান, তারা এই পুরো সময়টুকুর মধ্যে জলও খেতে পারবেন না। তবে যারা নির্জলা উপবাস রাখবেন না, তারা চা, চিনি মিশ্রিত জল ইত্যাদি খেতে পারবেন।
advertisement
advertisement
advertisement