Dhanteras YamaDeep Dana Rituals 2025: আজ ধনতেরসের সন্ধ্যায় ‘ঠিক’ এই সময়ের মধ্যে বাড়ির বিশেষ কোণে এভাবে জ্বালুন প্রদীপ! সংসার থেকে সরে যাবে রোগ,অভাব মৃত্যুর কালো ছায়া! আসবে টাকার ফোয়ারা!

Last Updated:
Dhanteras YamaDeep Dana Rituals 2025: ত্রয়োদশী তিথি বলে এদিন সন্ধ্যায় মোট তেরোটি দীপ প্রজ্বলন করুন৷ তার মধ্যে একটি হবে চারমুখী প্রদীপ৷ সেটি আটা দিয়ে তৈরি করুন৷ নয়তো বানাতে পারেন মাটি দিয়েও৷ আজকাল বাজারেও মাটির তৈরি চারমুখী প্রদীপ পাবেন কিনতে৷
1/9
শনিবার পালিত হচ্ছে এ বছরের ধনত্রয়োদশী বা ধনতেরস৷ সোনারুপোর গয়না কেনা, কুবেরের পুজো, দেবী লক্ষ্মীর পুজো, ধন্বন্তরির পুজো ছাড়াও এই তিথির অন্যতম রীতি হল যম দীপদান৷ এভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় যমরাজকে৷
শনিবার পালিত হচ্ছে এ বছরের ধনত্রয়োদশী বা ধনতেরস৷ সোনারুপোর গয়না কেনা, কুবেরের পুজো, দেবী লক্ষ্মীর পুজো, ধন্বন্তরির পুজো ছাড়াও এই তিথির অন্যতম রীতি হল যম দীপদান৷ এভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় যমরাজকে৷
advertisement
2/9
এ বছর শনিবার ধনতেরসের দিন কোন সময়ে কীভাবে দীপদান করবেন, জেনে নিন৷ এই রীতি পালনই বা করা হয় কেন, জানুন সেই তাৎপর্যও৷ শনিবার বিকেল ৫.৪৮ থেকে সন্ধ্যা ৭.০৪ পর্যন্ত যম দীপদানের উৎকৃষ্ট সময়৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
এ বছর শনিবার ধনতেরসের দিন কোন সময়ে কীভাবে দীপদান করবেন, জেনে নিন৷ এই রীতি পালনই বা করা হয় কেন, জানুন সেই তাৎপর্যও৷ শনিবার বিকেল ৫.৪৮ থেকে সন্ধ্যা ৭.০৪ পর্যন্ত যম দীপদানের উৎকৃষ্ট সময়৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/9
ত্রয়োদশী তিথি বলে এদিন সন্ধ্যায় মোট তেরোটি দীপ প্রজ্বলন করুন৷ তার মধ্যে একটি হবে চারমুখী প্রদীপ৷ সেটি আটা দিয়ে তৈরি করুন৷ নয়তো বানাতে পারেন মাটি দিয়েও৷ আজকাল বাজারেও মাটির তৈরি চারমুখী প্রদীপ পাবেন কিনতে৷
ত্রয়োদশী তিথি বলে এদিন সন্ধ্যায় মোট তেরোটি দীপ প্রজ্বলন করুন৷ তার মধ্যে একটি হবে চারমুখী প্রদীপ৷ সেটি আটা দিয়ে তৈরি করুন৷ নয়তো বানাতে পারেন মাটি দিয়েও৷ আজকাল বাজারেও মাটির তৈরি চারমুখী প্রদীপ পাবেন কিনতে৷
advertisement
4/9
এই প্রদীপে তিলতেল এবং দুটি পলতে দিয়ে বাড়ির বাইরে দক্ষিণ কোণে প্রজ্বলন করতে দিন৷ এই বাতি যমরাজকে নিবেদন করা হয়৷ মনে করা হয় এর ফলে সংসার তথা পরিবারের উপর যমরাজের কুনজর থাকে না৷
এই প্রদীপে তিলতেল এবং দুটি পলতে দিয়ে বাড়ির বাইরে দক্ষিণ কোণে প্রজ্বলন করতে দিন৷ এই বাতি যমরাজকে নিবেদন করা হয়৷ মনে করা হয় এর ফলে সংসার তথা পরিবারের উপর যমরাজের কুনজর থাকে না৷
advertisement
5/9
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
advertisement
6/9
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
advertisement
7/9
 এর পর অবশিষ্ট বাকি বারোটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুরঘরে মা লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন৷ তাতে গাওয়া ঘি দেবেন৷ প্রদীপের মুখ যেন সব সময় উত্তর পূর্ব দিকে থাকে৷ এর ফলে সন্তুষ্ট হন কুবের দেব ও লক্ষ্মীদেবী৷
এর পর অবশিষ্ট বাকি বারোটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুরঘরে মা লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন৷ তাতে গাওয়া ঘি দেবেন৷ প্রদীপের মুখ যেন সব সময় উত্তর পূর্ব দিকে থাকে৷ এর ফলে সন্তুষ্ট হন কুবের দেব ও লক্ষ্মীদেবী৷
advertisement
8/9
বাকি প্রদীপগুলি দিন তুলসিগাছের নীচে ও অশ্বত্থগাছের নীচে৷ একটি প্রদীপ দিন বাড়ির ছাদে৷ এছাড়া রান্নাঘর, বাথরুমের সামনে, আলমারির সামনে ও যেখানে অর্থ রাখেন, তার সামনে প্রদীপ প্রজ্বলন করুন৷
বাকি প্রদীপগুলি দিন তুলসিগাছের নীচে ও অশ্বত্থগাছের নীচে৷ একটি প্রদীপ দিন বাড়ির ছাদে৷ এছাড়া রান্নাঘর, বাথরুমের সামনে, আলমারির সামনে ও যেখানে অর্থ রাখেন, তার সামনে প্রদীপ প্রজ্বলন করুন৷
advertisement
9/9
ধনতেরসে প্রতিটি প্রদীপের নীচে বিছিয়ে দিন ধান বা আতপ চাল বা ফুলের পাপড়ি৷ পর দিন এই চতুর্মুখী প্রদীপটি ভাসিয়ে দিন জলে৷ মনে করা হয় এই রীতি পালনের ফলে সংসারের সকলে সুস্থ, নীরোগ দীর্ঘায়ু পান৷ পরিবারে উপচে ওঠে টাকা ধনসম্পদ ও সৌভাগ্য৷
ধনতেরসে প্রতিটি প্রদীপের নীচে বিছিয়ে দিন ধান বা আতপ চাল বা ফুলের পাপড়ি৷ পর দিন এই চতুর্মুখী প্রদীপটি ভাসিয়ে দিন জলে৷ মনে করা হয় এই রীতি পালনের ফলে সংসারের সকলে সুস্থ, নীরোগ দীর্ঘায়ু পান৷ পরিবারে উপচে ওঠে টাকা ধনসম্পদ ও সৌভাগ্য৷
advertisement
advertisement
advertisement