Dhanteras 2024: এই কাজেই সুস্বাহ্যের আধার হবে আপনার শরীর, মৃত্যু কেশাগ্র স্পর্শ করতে পারবে না, ধনতেরাসে সম্পত্তি বৃদ্ধি হবেই
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনসম্পত্তি এবং সুস্বাস্থ্যের আরাধনার অনুষ্ঠানকে বলা হয় ধনতেরাস।
advertisement
বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী জানিয়েছেন, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। মূলত ধনতেরাস শব্দ এসেছে দুটি শব্দ থেকে। এখানে ধন শব্দের অর্থ ধনসম্পত্তি। তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী। তাই কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনসম্পত্তি এবং সুস্বাস্থ্যের জন্য যে আরাধনা করা হয়, সেই অনুষ্ঠানকে বলা হয় ধনতেরাস।
advertisement
advertisement
advertisement










