Dev Diwali 2022: দীপাবলির পর দেব দীপাবলি, মর্ত্যে দেবতাদের আগমনের উৎসব

Last Updated:
দীপাবলির ঠিক ১৫ দিন পরই পালিত হয় দেব দীপাবলি
1/8
দীপাবলির ঠিক ১৫ দিন পরই পালিত হয় দেব দীপাবলি। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। এবার কার্তিক পূর্ণিমা হচ্ছে ৮ নভেম্বর। মর্ত্যের নয়। এই উৎসব আসলে স্বর্গের দেবাতগনের।
দীপাবলির ঠিক ১৫ দিন পরই পালিত হয় দেব দীপাবলি। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। এবার কার্তিক পূর্ণিমা হচ্ছে ৮ নভেম্বর। মর্ত্যের নয়। এই উৎসব আসলে স্বর্গের দেবাতগনের।
advertisement
2/8
কিন্তু এবার কার্তিক পূর্ণিমার দিনেই ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ এবং গ্রহনের সময় পুজো করা শুভ হবে না বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে জ্যোতিষীরা মনে করছেন, এ বছর দেব দীপাবলি পালিত হবে ৭ নভেম্বর।
কিন্তু এবার কার্তিক পূর্ণিমার দিনেই ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ এবং গ্রহনের সময় পুজো করা শুভ হবে না বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে জ্যোতিষীরা মনে করছেন, এ বছর দেব দীপাবলি পালিত হবে ৭ নভেম্বর।
advertisement
3/8
কথিত আছে স্বর্গ থেকে এদিন নাকি দেবতারা নেমে আসেন গঙ্গায় স্নান করতে। দেবতাদের দীপাবলির অংশ হয়ে উঠতেই সবাই এদিন গঙ্গা বক্ষে প্রদীপ ভাসিয়ে দিনটি পালন করেন।
কথিত আছে স্বর্গ থেকে এদিন নাকি দেবতারা নেমে আসেন গঙ্গায় স্নান করতে। দেবতাদের দীপাবলির অংশ হয়ে উঠতেই সবাই এদিন গঙ্গা বক্ষে প্রদীপ ভাসিয়ে দিনটি পালন করেন।
advertisement
4/8
কার্তিক পূর্ণিমাতেই হয় এই উৎসব। বিশেষত বারানসিতে গঙ্গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব। সেই উপলক্ষে গোমতী ঘাট জুড়ে, রাতের গঙ্গায় ভাসানো হয় লক্ষ লক্ষ জ্বলন্ত প্রদীপ।
কার্তিক পূর্ণিমাতেই হয় এই উৎসব। বিশেষত বারানসিতে গঙ্গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব। সেই উপলক্ষে গোমতী ঘাট জুড়ে, রাতের গঙ্গায় ভাসানো হয় লক্ষ লক্ষ জ্বলন্ত প্রদীপ।
advertisement
5/8
অসুরের সঙ্গে যুদ্ধে ভগবান শিবের জয়কেই এই উৎসবের মাধ্যমে পালন করা হয়। ত্রিপুরাসুরকে মেরে জয়ী হয়েছিলেন শিব। তাই এই উৎসবকে ‘ত্রিপুরোৎসব’ ও বলা হয়।
অসুরের সঙ্গে যুদ্ধে ভগবান শিবের জয়কেই এই উৎসবের মাধ্যমে পালন করা হয়। ত্রিপুরাসুরকে মেরে জয়ী হয়েছিলেন শিব। তাই এই উৎসবকে ‘ত্রিপুরোৎসব’ ও বলা হয়।
advertisement
6/8
পূর্ণিমার চাঁদ দেখে নদীতে প্রদীপ ভাসানোই এই উৎসবের রীতি। দেবী গঙ্গা ও অন্যান্য দেবদেবীর উদ্দেশে গঙ্গার প্রায় প্রত্যেকটি ঘাটে জ্বালানো হয় অন্তত কয়েক লক্ষ প্রদীপ। কার্তিক পূর্ণিমায় সকালে উঠে গঙ্গাস্নান করা খুবই ভাল।
পূর্ণিমার চাঁদ দেখে নদীতে প্রদীপ ভাসানোই এই উৎসবের রীতি। দেবী গঙ্গা ও অন্যান্য দেবদেবীর উদ্দেশে গঙ্গার প্রায় প্রত্যেকটি ঘাটে জ্বালানো হয় অন্তত কয়েক লক্ষ প্রদীপ। কার্তিক পূর্ণিমায় সকালে উঠে গঙ্গাস্নান করা খুবই ভাল।
advertisement
7/8
দেব দীপাবলির শুভ মূহুর্ত - কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ০৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিট থেকে। পূর্ণিমা তিথি নভেম্বর ০৮ বিকাল ৪.৩১ এ শেষ হচ্ছে। উদয় তিথি অনুসারে, ৮ নভেম্বর দেব দীপাবলি উদযাপন করা উচিত। তবে চন্দ্রগ্রহণ এবং প্রদোষ কালের পূজা মূহুর্ত বিবেচনা করে ০৭ নভেম্বর দেব দীপাবলি উদযাপিত হবে। ০৭ নভেম্বর, প্রদোষ কালের পূজার শুভ সময় বিকেল ৫.১৪ থেকে ৭.৪৯ পর্যন্ত।
দেব দীপাবলির শুভ মূহুর্ত - কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ০৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিট থেকে। পূর্ণিমা তিথি নভেম্বর ০৮ বিকাল ৪.৩১ এ শেষ হচ্ছে। উদয় তিথি অনুসারে, ৮ নভেম্বর দেব দীপাবলি উদযাপন করা উচিত। তবে চন্দ্রগ্রহণ এবং প্রদোষ কালের পূজা মূহুর্ত বিবেচনা করে ০৭ নভেম্বর দেব দীপাবলি উদযাপিত হবে। ০৭ নভেম্বর, প্রদোষ কালের পূজার শুভ সময় বিকেল ৫.১৪ থেকে ৭.৪৯ পর্যন্ত।
advertisement
8/8
এই দিনে পবিত্র নদীতে স্নান করার পরে একটি প্রদীপ দান করা শুভ। নদীর তীরে এই প্রদীপ জ্বালানো হয়।
এই দিনে পবিত্র নদীতে স্নান করার পরে একটি প্রদীপ দান করা শুভ। নদীর তীরে এই প্রদীপ জ্বালানো হয়।
advertisement
advertisement
advertisement