প্রেম ভাঙার পর 'মুভ অন' করার ভান করলেও আদতে প্রাক্তনকে ভুলতে পারেন না এই ৫ রাশির জাতক-জাতিকা! আপনার রাশিও রয়েছে কি?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বিশেষ কিছু রাশির জাতক-জাতিকারা পুরনো প্রেমের ক্ষত বয়ে বেড়ান। তাঁরা সহজে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারেন না। আপনিও কি সেই তালিকায়? জেনে নিন।
advertisement
advertisement
সিংহ রাশি: এঁরা সাধারণ ভাবে আত্মবিশ্বাসী প্রকৃতির হন। তাঁদের দেখে তাঁরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে হতে পারে। কিন্তু তাঁরা নিজেদের ভালবাসার মানুষদের কখনওই সহজে ভুলে যেতে পারেন না। তাঁদের অহঙ্কারী প্রকৃতির জন্য অনেকেই ভাবেন যে, তাঁরা অন্যদের খোঁজ রাখেন না। অথচ মনের গভীরে এই রাশির জাতক-জাতিকারা সাধারণ ভাবে ভাল সময়গুলিকে লালন করে রাখেন। এমনকী তাঁরা এ-ও ভাবেন যে, কখনও কি তাঁদের খাঁটি ভালবাসা স্বীকৃতি পেয়েছে কি না।
advertisement
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা হয়তো দ্রুত এগিয়ে যান। কিন্তু একটা সময় যাঁদের প্রতি অনুভূতি ছিল, তাঁদের কখনওই ভোলেন না। কখনও কখনও গান, কবিতা কিংবা মজাদার কোনও কথা তাঁদের প্রাক্তনের কথা মনে করিয়ে দেয়। ফলে প্রাক্তনের কথা সব সময় মনে পড়ে তাঁদের। হয়তো সব সময় তাঁরা প্রাক্তনের কথা ভাবেন না, কিন্তু অবচেতনে সেই ভাবনা থেকেই যায়।
advertisement
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা এমন আবেগতাড়িত সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা অত্যন্ত গভীর হয়। সেই কারণে সম্পর্ক ভেঙে ফেলা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। আর সম্পর্ক ভাঙলে ভাল-মন্দ উভয় সময়ই তাঁদের মনে থেকে যায়। অনেক সময় প্রাক্তনদেরও মনের কোনও একটা কোণায় রেখে দেন তাঁরা। একান্তে থাকলে কিংবা খারাপ সময়ে সেই স্মৃতিই ঝালিয়ে নেন তাঁরা।
advertisement
advertisement
advertisement