Rahu-Surya Yuti-Chandra Grahan Negative Impact: আর মাত্র ১০ দিন... 'দোল পূর্ণিমা'য় সূর্য ও রাহুর বিপজ্জনক কোপ! সাড়ে ৪ ঘণ্টার চন্দ্রগ্রহণে 'এই' ৫ রাশির শিরে সংক্রান্তি!
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Rahu-Surya Yuti-Chandra Grahan Negative Impact: হোলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব। রঙে রঙে রঙিন হয়ে ওঠে মানুষ। এবার হোলির দিন চন্দ্রগ্রহণ রয়েছে।
advertisement
advertisement
Rahu-Surya Yuti-Chandra Grahan Negative Impact: হোলিতে গ্রহণের ছায়া: ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে শুরু হয় হোলি উৎসব। প্রথমে হোলিকা দহন হয়। এবং পরের দিন খেলা হয় হোলি। চলে রঙের উৎসব। এই বছর অর্থাৎ ২০২৪-এর ২৪ মার্চ হোলিকা দহন অনুষ্ঠিত হবে। তার পরদিন অর্থাৎ ২৫ মার্চ হবে হোলি খেলা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Rahu-Surya Yuti-Chandra Grahan Negative Impact: এই রাশির জাতক জাতিকারা এই সময়ে আর্থিক সংকটে পড়তে পারেন। এছাড়াও অনেক কাজ ব্যাহত হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সমস্যার পড়তে পারেন। এই সময়কালে এই রাশির জাতকদের স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব পড়বে। (এই প্রতিবেদনের তথ্য জ্যোতিষের থেকে প্রাপ্ত, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)