Chaitra Sankranti Tulsi Astro Tips: আজ চৈত্র সংক্রান্তিতে বাড়ির তুলসিগাছে বাঁধুন এটা! টের পাবেন না অভাব! টাকা, সুখশান্তিতে ভরপুর হবে জীবন

Last Updated:
Chaitra Sankranti Tulsi Astro Tips:চৈত্র সংক্রান্তিতে কী খাবেন, কী করবেন তার জন্য কিছু জ্যোতিষ টোটকার নির্দেশ আছে৷ সেগুলির মধ্যে অন্যতম তুলসিগাছের পরিচর্যা তথা তুলসিমঞ্চে ঝারা বাঁধা৷ জেনে নিন তার জন্য কোন কোন বিশেষ রীতি অনুসরণ করতে হবে৷
1/7
অবশেষে বছর শেষে হাজির চৈত্র সংক্রান্তি৷ এই সংক্রান্তি শুধু কোনও মাস নয়, বরং সম্পূর্ণ বঙ্গাব্দেরই অন্ত৷ সোমবার চৈত্র সংক্রান্তির পর মঙ্গলে আসবে পয়লা বৈশাখ তথা নতুন বঙ্গাব্দ৷ তার আগে চৈত্র সংক্রান্তিতে করুন তুলসিগাছের জন্য বিশেষ এক কাজ৷ তাতে নতুন বছর খুব ভাল কাটবে৷ ধনসম্পদ সৌভাগ্যে ভরে থাকবে জীবন৷
অবশেষে বছর শেষে হাজির চৈত্র সংক্রান্তি৷ এই সংক্রান্তি শুধু কোনও মাস নয়, বরং সম্পূর্ণ বঙ্গাব্দেরই অন্ত৷ সোমবার চৈত্র সংক্রান্তির পর মঙ্গলে আসবে পয়লা বৈশাখ তথা নতুন বঙ্গাব্দ৷ তার আগে চৈত্র সংক্রান্তিতে করুন তুলসিগাছের জন্য বিশেষ এক কাজ৷ তাতে নতুন বছর খুব ভাল কাটবে৷ ধনসম্পদ সৌভাগ্যে ভরে থাকবে জীবন৷
advertisement
2/7
চৈত্র সংক্রান্তিতে কী খাবেন, কী করবেন তার জন্য কিছু জ্যোতিষ টোটকার নির্দেশ আছে৷ সেগুলির মধ্যে অন্যতম তুলসিগাছের পরিচর্যা তথা তুলসিমঞ্চে ঝারা বাঁধা৷ জেনে নিন তার জন্য কোন কোন বিশেষ রীতি অনুসরণ করতে হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
চৈত্র সংক্রান্তিতে কী খাবেন, কী করবেন তার জন্য কিছু জ্যোতিষ টোটকার নির্দেশ আছে৷ সেগুলির মধ্যে অন্যতম তুলসিগাছের পরিচর্যা তথা তুলসিমঞ্চে ঝারা বাঁধা৷ জেনে নিন তার জন্য কোন কোন বিশেষ রীতি অনুসরণ করতে হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/7
বৈশাখ মাস জুড়ে তুলসিগাছের যত্ন ও পরিচর্যা করুন৷ তার আগে জলধারা দেওয়ার জন্য ঝারা বাঁধতে হবে চৈত্র মাসের শেষ দিনই৷ বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস৷ এই সময়ে তুলসিগাছের বিশেষ যত্ন নিন৷ তাহলে আপনার জীবনে অর্থকষ্ট, দারিদ্র থাকবে না৷
বৈশাখ মাস জুড়ে তুলসিগাছের যত্ন ও পরিচর্যা করুন৷ তার আগে জলধারা দেওয়ার জন্য ঝারা বাঁধতে হবে চৈত্র মাসের শেষ দিনই৷ বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস৷ এই সময়ে তুলসিগাছের বিশেষ যত্ন নিন৷ তাহলে আপনার জীবনে অর্থকষ্ট, দারিদ্র থাকবে না৷
advertisement
4/7
বৈশাখে তুলসিগাছের সেবা করলে ভগবান শ্রী হরির আশীর্বাদ পাওয়া যায়৷ মা লক্ষ্মী অচঞ্চলা হয়ে অধিষ্ঠান করেন সংসারে৷ তার জন্য চৈত্র সংক্রান্তিতে সাত্ত্বিক আহার করে তুলসিগাছে ঝারা বাঁধুন৷ স্নান করে শুদ্ধ বসনে গৃহিণীরা এই নিয়ম পালন করেন নিষ্ঠা ভরে৷
বৈশাখে তুলসিগাছের সেবা করলে ভগবান শ্রী হরির আশীর্বাদ পাওয়া যায়৷ মা লক্ষ্মী অচঞ্চলা হয়ে অধিষ্ঠান করেন সংসারে৷ তার জন্য চৈত্র সংক্রান্তিতে সাত্ত্বিক আহার করে তুলসিগাছে ঝারা বাঁধুন৷ স্নান করে শুদ্ধ বসনে গৃহিণীরা এই নিয়ম পালন করেন নিষ্ঠা ভরে৷
advertisement
5/7
ঝারা বাঁধার জন্য সাজ সরঞ্জাম পেয়ে যাবেন দশকর্মা দোকানেই৷ দোকানে যেতে না চাইলে বাড়িতেও ব্যবস্থা করতে পারেন৷ একটি মাটির ছোট ঘটি নিন৷ তার নীচে ছোট্ট ছিদ্র করুন৷ তার সঙ্গে কুশ বাঁধা থাকবে৷ সেই কুশ বেয়ে বিন্দু বিন্দু জল ঝরে পড়বে তুলসিগাছে৷
ঝারা বাঁধার জন্য সাজ সরঞ্জাম পেয়ে যাবেন দশকর্মা দোকানেই৷ দোকানে যেতে না চাইলে বাড়িতেও ব্যবস্থা করতে পারেন৷ একটি মাটির ছোট ঘটি নিন৷ তার নীচে ছোট্ট ছিদ্র করুন৷ তার সঙ্গে কুশ বাঁধা থাকবে৷ সেই কুশ বেয়ে বিন্দু বিন্দু জল ঝরে পড়বে তুলসিগাছে৷
advertisement
6/7
তুলসিগাছে যে মাটির ঘটি বাঁধবেন, সেটির গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন৷ বিজোড় সংখ্যক সিঁদুরের ফোঁটা দেবেন৷ যে গাছে আম হয়েছে, সেরকম একটি গাছের আম্রপল্লব নিন৷ তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷ ওই ঘটে পান, সুপুরি বা হরিতকি, আম, বা কলা দেওয়া হয়৷ এক একটি বাড়িতে এক এক রকম নিয়ম৷ ঘটে যা দেবেন, তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷
তুলসিগাছে যে মাটির ঘটি বাঁধবেন, সেটির গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন৷ বিজোড় সংখ্যক সিঁদুরের ফোঁটা দেবেন৷ যে গাছে আম হয়েছে, সেরকম একটি গাছের আম্রপল্লব নিন৷ তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷ ওই ঘটে পান, সুপুরি বা হরিতকি, আম, বা কলা দেওয়া হয়৷ এক একটি বাড়িতে এক এক রকম নিয়ম৷ ঘটে যা দেবেন, তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷
advertisement
7/7
চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত তুলসিগাছে জলদানের এই ঝারা বেঁধে রাখুন৷ তার পর এটি নিরঞ্জন করে দিন কোনও নদী বা পুকুরে৷
চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত তুলসিগাছে জলদানের এই ঝারা বেঁধে রাখুন৷ তার পর এটি নিরঞ্জন করে দিন কোনও নদী বা পুকুরে৷
advertisement
advertisement
advertisement