Chaitra Sankranti Tulsi Astro Tips: আজ চৈত্র সংক্রান্তিতে বাড়ির তুলসিগাছে বাঁধুন এটা! টের পাবেন না অভাব! টাকা, সুখশান্তিতে ভরপুর হবে জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chaitra Sankranti Tulsi Astro Tips:চৈত্র সংক্রান্তিতে কী খাবেন, কী করবেন তার জন্য কিছু জ্যোতিষ টোটকার নির্দেশ আছে৷ সেগুলির মধ্যে অন্যতম তুলসিগাছের পরিচর্যা তথা তুলসিমঞ্চে ঝারা বাঁধা৷ জেনে নিন তার জন্য কোন কোন বিশেষ রীতি অনুসরণ করতে হবে৷
অবশেষে বছর শেষে হাজির চৈত্র সংক্রান্তি৷ এই সংক্রান্তি শুধু কোনও মাস নয়, বরং সম্পূর্ণ বঙ্গাব্দেরই অন্ত৷ সোমবার চৈত্র সংক্রান্তির পর মঙ্গলে আসবে পয়লা বৈশাখ তথা নতুন বঙ্গাব্দ৷ তার আগে চৈত্র সংক্রান্তিতে করুন তুলসিগাছের জন্য বিশেষ এক কাজ৷ তাতে নতুন বছর খুব ভাল কাটবে৷ ধনসম্পদ সৌভাগ্যে ভরে থাকবে জীবন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তুলসিগাছে যে মাটির ঘটি বাঁধবেন, সেটির গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন৷ বিজোড় সংখ্যক সিঁদুরের ফোঁটা দেবেন৷ যে গাছে আম হয়েছে, সেরকম একটি গাছের আম্রপল্লব নিন৷ তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷ ওই ঘটে পান, সুপুরি বা হরিতকি, আম, বা কলা দেওয়া হয়৷ এক একটি বাড়িতে এক এক রকম নিয়ম৷ ঘটে যা দেবেন, তাতেও সিঁদুরের ফোঁটা দিন৷
advertisement