Capricorn Love And Relationship 2024: ২০২৪ সালে মকর রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Capricorn Love And Relationship 2024: ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, মকর রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, মকর রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
মকর রাশির প্রেমজীবন: বছর এগোনোর সঙ্গে সঙ্গে শুক্রের আশীর্বাদে জীবনে নেমে আসবে প্রেম-ভালবাসার ছোঁয়া। আবার বৃহস্পতিও থাকবে অনুকূল। ফলে প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। মঙ্গলের প্রভাবে প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কমিটেড সম্পর্কের ক্ষেত্রে জানুয়ারির শেষ ভাগে সম্পর্ক আলাদা মাত্রায় পৌঁছে যাবে। প্রেমজীবন দুর্দান্ত থাকবে। ফেব্রুয়ারিতে একগুঁয়েমির জেরে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে।
advertisement
সম্পর্ক এবং জ্যোতিষশাস্ত্র: ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তুচ্ছ সমস্যায় দীর্ঘ আলাপ-আলোচনার জেরে অশান্তি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব হতে পারে। আবার মার্চ নাগাদ প্রেমজীবন গড়পরতাই থাকবে। কারণ প্রেমের তুলনায় জীবনের অন্যান্য বিষয়ের উপর নজর দিতে হতে পারে। উত্তর ভাগ্যকেন্দ্রের প্রভাবে এপ্রিল নাগাদ মনের মানুষের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও কঠিন হয়ে যেতে পারে। গ্রহের প্রভাবে সম্পর্কের সমীকরণ বুঝতে সক্ষম হবেন। আর বোঝাপড়াও বৃদ্ধি পাবে।
advertisement
শনির প্রভাবে রোম্যান্টিক সম্পর্ক তৈরি হলেও সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে সক্ষম হবেন না। উত্তর ভাগ্যকেন্দ্রের প্রভাবে জুন নাগাদ ঘনিষ্ঠ সম্পর্কে বড়সড় পরিবর্তন আসবে। মঙ্গলের ইঙ্গিত, জুলাই নাগাদ প্রেমের সম্পর্কে উত্তেজনাময় মুহূর্ত আনার জন্য নতুন নতুন মাধ্যম খুঁজে বার করার চেষ্টা করার এটাই ভাল সময়। কিন্তু মঙ্গলের প্রভাবে আবেগের বশে কোনও কাজ করা এড়িয়ে চলতে হবে। নাহলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
প্রেম এবং সম্পর্ক: সেপ্টেম্বর নাগাদ প্রেমজীবনে নতুন দুর্দান্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্পর্কে বেশির ভাগ ক্ষেত্রেই গ্রহ গোচর সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে। অক্টোবর নাগাদ প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অনুকূল প্রভাব পড়বে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে শুক্র আদর্শ বলে প্রমাণিত হবে। প্রেমের সম্পর্কে যদি কারও কাছ থেকে সম্মতি পাওয়ার থাকে, তাহলে নভেম্বর নাগাদ সেটা পেতে পারেন। ডিসেম্বর নাগাদ পুরনো কোনও বন্ধু সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষ ভাগে অতীতের পরিচিত কোনও মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার যোগ প্রবল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)