Brinjal Astro Tips: যখন সবকিছু থেমে যাবে, ভাগ্য আর সঙ্গ দেবে না তখন খেলা ঘোরাবে দুটো বেগুন! জানুন এই বিশেষ টিপস...

Last Updated:
Brinjal Astro Tips: জীবন যখন থমকে যায়, তখন কাজ, অর্থ বা স্বাস্থ্য কোনওটাই ভাল চলে না। এমন অবস্থায়, বেগুনকে কেন্দ্র করে এক সহজ কিন্তু ফলদায়ক টোটকা প্রয়োগ করলে ভাগ্যের দিক ফিরতে পারে বলে মনে করা হয়।
1/10
জীবনে অনেক সময় এমন একটা মোড় আসে, যখন মনে হয় যেন সব কিছু আটকে গেছে। না কাজ হচ্ছে, না অর্থ আসছে, আর শরীরেও নানা রকম অসুস্থতা লেগে আছে। এমন অবস্থায় মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, হাল ছেড়ে দিতে চায়। কিন্তু ঠিক সেই সময় যদি এমন কোনও সহজ ঘরোয়া টোটকা থাকে যা বিশ্বাস আর সৎ মন থেকে করলে ভাগ্যের দিক পরিবর্তন হয়ে যেতে পারে? আজ এমনই এক সহজ, কিন্তু ফলদায়ক উপায়ের কথা জানানো হচ্ছে, যা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বহু মানুষ এর ফল পেয়েছেন। এই উপায়টি বেগুনকে কেন্দ্র করে – হ্যাঁ, সেই বেগুন যেটা আমরা প্রতিদিনের সবজিতে খাই।
জীবনে অনেক সময় এমন একটা মোড় আসে, যখন মনে হয় যেন সব কিছু আটকে গেছে। না কাজ হচ্ছে, না অর্থ আসছে, আর শরীরেও নানা রকম অসুস্থতা লেগে আছে। এমন অবস্থায় মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, হাল ছেড়ে দিতে চায়। কিন্তু ঠিক সেই সময় যদি এমন কোনও সহজ ঘরোয়া টোটকা থাকে যা বিশ্বাস আর সৎ মন থেকে করলে ভাগ্যের দিক পরিবর্তন হয়ে যেতে পারে? আজ এমনই এক সহজ, কিন্তু ফলদায়ক উপায়ের কথা জানানো হচ্ছে, যা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বহু মানুষ এর ফল পেয়েছেন। এই উপায়টি বেগুনকে কেন্দ্র করে – হ্যাঁ, সেই বেগুন যেটা আমরা প্রতিদিনের সবজিতে খাই।
advertisement
2/10
এই টোটকাটি বিশেষভাবে কার্যকর ধরা হয় যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, বাড়ির পরিবেশ ভারী বা নেতিবাচক মনে হয়, অথবা জীবিকা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তখন এই উপায় প্রয়োগ করা যেতে পারে।
এই টোটকাটি বিশেষভাবে কার্যকর ধরা হয় যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, বাড়ির পরিবেশ ভারী বা নেতিবাচক মনে হয়, অথবা জীবিকা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তখন এই উপায় প্রয়োগ করা যেতে পারে।
advertisement
3/10
কি করতে হবে? আপনাকে কেবল দুটো বেগুন নিতে হবে। এই বেগুন দুটির একটি বা দুটোকেই কোনও দরিদ্র, প্রয়োজনমতো মহিলা যেমন বাড়ির কাজের মেয়ে বা রাস্তায় বসে থাকা বৃদ্ধ মহিলা – এর হাতে তুলে দিন। কিন্তু মনে রাখবেন, এই উপায়ের কার্যকারিতা তখনই হয় যখন এটি নিঃস্বার্থভাবে ও খাঁটি মন থেকে করা হয়।
কি করতে হবে? আপনাকে কেবল দুটো বেগুন নিতে হবে। এই বেগুন দুটির একটি বা দুটোকেই কোনও দরিদ্র, প্রয়োজনমতো মহিলা যেমন বাড়ির কাজের মেয়ে বা রাস্তায় বসে থাকা বৃদ্ধ মহিলা – এর হাতে তুলে দিন। কিন্তু মনে রাখবেন, এই উপায়ের কার্যকারিতা তখনই হয় যখন এটি নিঃস্বার্থভাবে ও খাঁটি মন থেকে করা হয়।
advertisement
4/10
বলা হয়, যখন আপনি আপনার জীবনের সমস্যা বা ভার অন্য একজনের প্রয়োজন মেটাতে ব্যবহার করেন, তখন সেই দান বা সহানুভূতির হিসাব বিশ্বব্রহ্মাণ্ড ঠিক রাখে। তাই এমন ছোট একটি কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
বলা হয়, যখন আপনি আপনার জীবনের সমস্যা বা ভার অন্য একজনের প্রয়োজন মেটাতে ব্যবহার করেন, তখন সেই দান বা সহানুভূতির হিসাব বিশ্বব্রহ্মাণ্ড ঠিক রাখে। তাই এমন ছোট একটি কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
advertisement
5/10
এই উপায় কখন ও কীভাবে করবেন? – এই কাজ যেকোনো দিন করা গেলেও, শনিবার বা মঙ্গলবার দিনে এটি করা সবচেয়ে ফলপ্রদ ধরা হয়। – চেষ্টা করুন যেন কোনও মহিলা যেন এই বেগুন পান। – যদি কারও অসুখ থেকে থাকে, তাহলে সেই রোগীর ওপর থেকে তিনবার বেগুন ঘুরিয়ে (যেমনভাবে নজর কাটা হয়), তারপর তা ওই দরিদ্র মহিলাকে দিন। – মনে রাখবেন, কিছু পাওয়ার আশায় নয়, বরং নিঃস্বার্থভাবে সাহায্যের উদ্দেশ্যে দিন। এটাই এই উপায়ের আসল শক্তি।
এই উপায় কখন ও কীভাবে করবেন? – এই কাজ যেকোনো দিন করা গেলেও, শনিবার বা মঙ্গলবার দিনে এটি করা সবচেয়ে ফলপ্রদ ধরা হয়। – চেষ্টা করুন যেন কোনও মহিলা যেন এই বেগুন পান। – যদি কারও অসুখ থেকে থাকে, তাহলে সেই রোগীর ওপর থেকে তিনবার বেগুন ঘুরিয়ে (যেমনভাবে নজর কাটা হয়), তারপর তা ওই দরিদ্র মহিলাকে দিন। – মনে রাখবেন, কিছু পাওয়ার আশায় নয়, বরং নিঃস্বার্থভাবে সাহায্যের উদ্দেশ্যে দিন। এটাই এই উপায়ের আসল শক্তি।
advertisement
6/10
এই উপায়কে কেন কার্যকর মনে করা হয়? এই পদ্ধতির উৎস ‘লাল কিতাব’ বলে মনে করা হয়। লাল কিতাবের বেশিরভাগ উপায়ই জীবনযাপন আর কর্মের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে কোনও তান্ত্রিক প্রক্রিয়া বা মন্ত্র নেই – শুধু এমন কিছু ছোট কাজ, যা অন্যের উপকারের পাশাপাশি আপনার জীবনের ভার হালকা করে।
এই উপায়কে কেন কার্যকর মনে করা হয়? এই পদ্ধতির উৎস ‘লাল কিতাব’ বলে মনে করা হয়। লাল কিতাবের বেশিরভাগ উপায়ই জীবনযাপন আর কর্মের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে কোনও তান্ত্রিক প্রক্রিয়া বা মন্ত্র নেই – শুধু এমন কিছু ছোট কাজ, যা অন্যের উপকারের পাশাপাশি আপনার জীবনের ভার হালকা করে।
advertisement
7/10
এই বেগুন সংক্রান্ত উপায়ও সেই ভাবনারই অংশ। যখন আপনি নিজের রোগ, দুঃখ বা সমস্যার একাংশ একজন অভুক্ত মানুষের মুখে খাবার হিসেবে তুলে দেন, তখন তা আসলে আপনার নিজস্ব কষ্টের ভাগ হালকা করে।
এই বেগুন সংক্রান্ত উপায়ও সেই ভাবনারই অংশ। যখন আপনি নিজের রোগ, দুঃখ বা সমস্যার একাংশ একজন অভুক্ত মানুষের মুখে খাবার হিসেবে তুলে দেন, তখন তা আসলে আপনার নিজস্ব কষ্টের ভাগ হালকা করে।
advertisement
8/10
অনেকেই জানিয়েছেন, এই উপায় প্রয়োগ করে তারা আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন, চাকরির সুযোগ এসেছে, এমনকি পরিবারের অসুস্থতা থেকেও মুক্তি মিলেছে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও মন থেকে বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে করা কোনও প্রচেষ্টা অনেক সময় অলৌকিক ফল দিতে পারে। মনে রাখবেন, উপায়ের ফল নির্ভর করে আপনার মনোভাব আর আন্তরিকতার ওপর, বেগুনের গুণ বা আকারের ওপর নয়।
অনেকেই জানিয়েছেন, এই উপায় প্রয়োগ করে তারা আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন, চাকরির সুযোগ এসেছে, এমনকি পরিবারের অসুস্থতা থেকেও মুক্তি মিলেছে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও মন থেকে বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে করা কোনও প্রচেষ্টা অনেক সময় অলৌকিক ফল দিতে পারে। মনে রাখবেন, উপায়ের ফল নির্ভর করে আপনার মনোভাব আর আন্তরিকতার ওপর, বেগুনের গুণ বা আকারের ওপর নয়।
advertisement
9/10
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন,
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, "এই টোটকাটি শুধুমাত্র বিশ্বাস নয়, মানবিক সহানুভূতির প্রতীক। যখন আপনি নিজের দুঃখকে কারও দরকারে পরিণত করেন, তখন গ্রহ-নক্ষত্রও আপনাকে সহায়তা করে"...
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement