Bhut Chaturdashi 14 Pradeep Rituals: রাত পোহালেই ভূত বা নরক চতুর্দশী! কত ক্ষণ থাকবে এই তিথি? কোথায় কোথায় ১৪ প্রদীপ দিলে অভাব উবে গিয়ে আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ? জানুন

Last Updated:
Bhut Chaturdashi 14 Pradeep Rituals: এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
1/9
দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
advertisement
2/9
এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
advertisement
3/9
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫৩ মিনিটে। থাকবে সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫৩ মিনিটে। থাকবে সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত৷
advertisement
4/9
 গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। থাকবে সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। থাকবে সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
advertisement
5/9
এই বিশেষ তিথিতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত৷ তবে বিশেষ জায়গায় প্রদীপ প্রজ্বলন করা হয়৷ তবেই লাভ করা যায় পুণ্যফল৷
এই বিশেষ তিথিতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত৷ তবে বিশেষ জায়গায় প্রদীপ প্রজ্বলন করা হয়৷ তবেই লাভ করা যায় পুণ্যফল৷
advertisement
6/9
ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে প্রথম প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির ঠাকুরঘরে৷ দ্বিতীয় প্রদীপ রাখুন ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে৷ তৃতীয় প্রদীপ জ্বেলে দিন তুলসীমঞ্চে৷
ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে প্রথম প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির ঠাকুরঘরে৷ দ্বিতীয় প্রদীপ রাখুন ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে৷ তৃতীয় প্রদীপ জ্বেলে দিন তুলসীমঞ্চে৷
advertisement
7/9
 বাড়ির মূল প্রবেশদ্বারে দিন চতুর্থ প্রদীপ৷ দক্ষিণ দিকে রাখুন পঞ্চম প্রদীপ৷ অশ্বত্থ গাছের নীচে বসিয়ে দিন ষষ্ঠ প্রদীপ৷ বাড়ির সবথেকে অন্ধকার স্থানে দিন সপ্তম প্রদীপ৷
বাড়ির মূল প্রবেশদ্বারে দিন চতুর্থ প্রদীপ৷ দক্ষিণ দিকে রাখুন পঞ্চম প্রদীপ৷ অশ্বত্থ গাছের নীচে বসিয়ে দিন ষষ্ঠ প্রদীপ৷ বাড়ির সবথেকে অন্ধকার স্থানে দিন সপ্তম প্রদীপ৷
advertisement
8/9
বাথরুমের সামনে দিন অষ্টম প্রদীপ৷ ছাদে দিন নবম প্রদীপ৷ বাড়ির যে কোনও জানালায় দিন দশম প্রদীপ৷ বারান্দা বা ব্যালকনিতে রাখুন একাদশ প্রদীপ৷
বাথরুমের সামনে দিন অষ্টম প্রদীপ৷ ছাদে দিন নবম প্রদীপ৷ বাড়ির যে কোনও জানালায় দিন দশম প্রদীপ৷ বারান্দা বা ব্যালকনিতে রাখুন একাদশ প্রদীপ৷
advertisement
9/9
শোওয়ার ঘরের দরজায় দিন দ্বাদশ প্রদীপ৷ রান্নাঘরের দরজায় ত্রয়োদশ এবং জানালায় দিন চতুর্দশ প্রদীপ৷ মনে করা হয় এভাবে বাতি প্রজ্বলন করলে সংসার থেকে কর্পূরের মতো মিলিয়ে যায় টাকার অভাব৷ আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ৷
শোওয়ার ঘরের দরজায় দিন দ্বাদশ প্রদীপ৷ রান্নাঘরের দরজায় ত্রয়োদশ এবং জানালায় দিন চতুর্দশ প্রদীপ৷ মনে করা হয় এভাবে বাতি প্রজ্বলন করলে সংসার থেকে কর্পূরের মতো মিলিয়ে যায় টাকার অভাব৷ আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ৷
advertisement
advertisement
advertisement