২ বছর ধরে যেন বিশ্ববাসীর কপালে রাহু-শনি নাচছে! করোনার কবলে দিশেহারা জীবন! স্বাস্থ্যের দিক থেকে তো বটেই, অর্থনৈতিক দিক থেকেও তথৈবচ অবস্থা! এমন একটা দিনও যায়না, যেদিন কোনও না কোনও খারাপ খবর মেলে না! টানা লকডাউনে কাজকর্মও শিকেয় উঠেছে! রোজগার তলানিতে এদিকে খরচা বেড়েছে হুহু করে! অভাব নিত্যসঙ্গী! একেক দিন এমন যায়, সারাদিন টাকা খরচ হতেই থাকে! মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সব থাকা শেষ! তবে, সমাধানের পথ দেখাচ্ছে জ্যোতিষশাস্ত্র! শাস্ত্রমতে, সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করবেন না, যদি করেন তা হলে গোটা দিন প্রচুর বাজে খরচ হবে!