১ জানুয়ারি থেকেই বদলে যাবে ভাগ্য; নতুন বছরে সম্পদ, সম্মান বাড়বে কোন কোন রাশির, দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Jupiter transit: ১ জানুয়ারি ২০২৪ থেকে কিছু কিছু রাশির জীবনে ভাল সময় আসতে চলেছে। দেখে নেওয়া যাক সেগুলি কোন রাশি।
কালের নিয়মে স্থান পরিবর্তন করে গ্রহ, নক্ষত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই স্থান পরিবর্তন পৃথিবীর মানুষের ভাগ্যও পরিবর্তন করে। কারণ গ্রহ, নক্ষত্রের একটা প্রত্যক্ষ প্রভাব দ্বাদশ রাশিচক্রের উপর পড়ে বলে মনে করা হয়। এই রাশির জাতক-জাতিকাদের জীবনও তাই গ্রহ, নক্ষত্রের সঙ্গে জড়িয়ে থাকে।
advertisement
ডিসেম্বর মাস চলছে, বছরের শেষ মাস। যে কোনও দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হবে আরও একটি নতুন বছর। তার আগে এই ডিসেম্বরে বহু গ্রহই তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহ গোচরের প্রভাব কোনও কোনও রাশির উপর শুভ প্রভাব ফেলবে, কোনও রাশির উপর অশুভ।
advertisement
ডিসেম্বর মাসে শুক্র, সূর্য, বুধ, বৃহস্পতি ও মঙ্গল এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে চলেছেন। সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ বৃহস্পতিকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র দেবগুরু হিসেবে বর্ণনা করে থাকে। মনে করা হয় পৃথিবীর মানুষের জ্ঞান, শিক্ষা, ধর্ম সংক্রান্ত কাজ, সম্পদ, সম্বৃদ্ধির কারণ এই বৃহস্পতি। তাছাড়া, মানুষের গুরু, শিক্ষক, অগ্রজ স্থানও এই গ্রহের। বৃহস্পতি এই সময় মেষ রাশিতে বক্রী অবস্থানে যাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বর মেষ রাশিতে মার্গী হবেন বৃহস্পতি। তাই ১ জানুয়ারি ২০২৪ থেকে কিছু কিছু রাশির জীবনে ভাল সময় আসতে চলেছে। দেখে নেওয়া যাক সেগুলি কোন রাশি।
advertisement
advertisement
advertisement
advertisement
মীন- ব্যবসা ভাল হবে। সরকারি চাকরির প্রস্তুতি যাঁরা নিচ্ছেন তাঁদের ফল ভাল হবে। আর্থিক অসুবিধা দূর হবে। ব্যবসা অনুকূল থাকবে। নতুন চাকরি পাওয়া যেতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য দূর ভ্রমণে যেতে হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)