Astrology December2023: সৌভাগ্যের চুড়োয় উঠবেন! টাকার বৃষ্টি নিশ্চিত 'এই' রাশিদের জীবনে! ডিসেম্বরে শুক্র-সহ পাঁচ-পাঁচটি গ্রহের রাশি পরিবর্তন!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Astrology December2023: কোন পাঁচটি গ্রহ রাশি বদল করছে? এর ফলে কী প্রভাব পড়তে চলেছে একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
বক্রী হচ্ছেন বুধ: ডিসেম্বরে, প্রথম গ্রহ বুধ, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা, পিছিয়ে যাবেন। বুধ, ধনু রাশিতে অবস্থিত, ১৩ ডিসেম্বর দুপুর ১২:১ মিনিটে বিপরীতমুখী হবেন। ২৮ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবেন বুধ। বুধের বিপরীতমুখী অবস্থানের কারণে তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা সর্বাধিক সুবিধা পেতে পারেন।
advertisement
সূর্য গোচর ২০২৩: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করেন। এই মাসে ১৬ ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন হবে। ওই দিন সূর্য ধনু রাশিতে প্রবেশ করবেন। অবস্থান করবেন ২০২৪-এর ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর সূর্য প্রবেশ করবেন মকর রাশিতে। মেষ, ধনু ও মীন রাশির জাতক-জাতিকারা ধনু রাশিতে সূর্যের গমনে বিশেষ সুবিধা পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই রাশির জাতক-জাতিকারা ডিসেম্বরে সুবিধা পাবেন: ডিসেম্বরে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তনের কারণে পুরো মাস জুড়ে বৃষ, তুলা, ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা একাধিক সুখবর পেতে পারেন। এই সময়ে সমস্ত কাজ সফল হবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভাল হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। স্থাবর সম্পত্তি এবং অন্য সম্পত্তি ক্রয়ের জন্যেও ডিসেম্বর মাস শুভ।