Astrology 2023: দুর্গাপুজোর আগেই মালামাল হবে ৩ রাশি! উপচে পড়বে সুখ-সম্পদ, খুলে যাবে ভাগ্য
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি এই সময় মেষ রাশিতে বক্রী অবস্থানে রয়েছেন। কোনও গ্রহ বক্রী হলে তার শুভ প্রভাব কিছুটা কমে যায় বলে মনে করা হয়। কিন্তু ২৩ সেপ্টেম্বর, ২০২৩- তারিখে বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হবেন। এই পরিবর্তনের ফলে তিনটি রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।
advertisement
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতির রাশি পরিবর্তন, বক্রী বা মার্গী অবস্থান পৃথিবীর সকল মানুষের জীবনে প্রভাব ফেলে বলে মনে করা হয়। কারণ বৃহস্পতি হলেন শুভ ফল, সম্মান, সম্পদ, সমৃদ্ধি, বিবাহ, পুত্র, ব্যবসা, স্বামী ইত্যাদির কারক। বৃহস্পতিও সৌরজগতের সবচেয়ে বড় এবং ভারী গ্রহ। আধ্যাত্মিক ভাবনায় তাঁকে ঈশ্বরের গুরু হিসেবে মর্যাদা দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ: এই রাশির জাতক-জাতিকারাও গুরুর অপার আশীর্বাদ পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। সব ঝামেলা দূর হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে। বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)


