Shani Dev: শনিদেবের পুজোর রয়েছে বেশ কিছু বিধিনিষেধ, ভুলেও এভাবে পুজো করবেন না নেমে আসবে ঘোর দুঃসময়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shani Dev: শনিদেবের পুজো করতে শনি মন্দিরে যাওয়া হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শনিদেবের দৃষ্টি ভয়ঙ্কর কেন?কিংবদন্তি অনুসারে, শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং সর্বদা কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন। একবার শনিদেবের স্ত্রীর সন্তান হওয়ার পর তাঁর কাছে আসেন। সেই সময়েও শনিদেব কৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন। অক্লান্ত পরিশ্রম করেও শনিদেবের স্ত্রী তাঁকে তাঁর আরাধনা থেকে বিরত করতে না পেরে ক্ষুব্ধ হন। ক্রোধে তিনি শনিদেবকে অভিশাপ দেন যে, আজকের পর যার দিকে শনিদেবের দৃষ্টি পড়বে তাঁর ক্ষতি হবে।
advertisement
advertisement
তাই বাড়িতে শনিদেবের পুজো হয় নাএই কারণেই মানুষ শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে বাড়িতে শনিদেবের মূর্তি বা ছবি স্থাপন করে না, বাড়িতে পুজো- অর্চনাও করা হয় না। শুধুমাত্র শনি মন্দিরেই শনিদেবের আরাধনা করুন। এছাড়াও মনে রাখবেন যে পুজো করার সময়, আপনি শুধুমাত্র শনিদেবের পায়ের দিকে তাকাবেন, তাঁর চোখের দিকে কখনই তাকাবেন না।