Astrology: রোজ সকালে বাড়িতে অবশ্যই এই কাজ করুন, তুষ্ট হবেন মা লক্ষ্মী, অর্থ-সোনায় মুড়বে জীবন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Astrology: ভক্তি ভরে পুজো তো করতেই হবে, এর পাশাপাশি শাস্ত্রে উল্লিখিত কয়েকটি কাজও করা উচিত। এতেই সব সময় প্রসন্ন হবেন মা লক্ষ্মী।
advertisement
*ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যাঁদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়, তাঁদের সম্পদ এবং আরামের অভাব কখনওই হয় না। তাই সব সময় দেবী লক্ষ্মীকে তুষ্ট রাখতে হয়। তাই ভক্তি ভরে পুজো তো করতেই হবে, এর পাশাপাশি শাস্ত্রে উল্লিখিত কয়েকটি কাজও করা উচিত। এতেই সব সময় প্রসন্ন হবেন মা লক্ষ্মী। তাহলে দেখে নেওয়া যাক, মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে কী কী করা উচিত! সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*প্রদীপ প্রজ্জ্বলন: বাড়ির প্রধান প্রবেশদ্বারটির এক বিশেষ গুরুত্ব রয়েছে। এর জন্য প্রতিদিন প্রবেশদ্বার জল দিয়ে পরিষ্কার করে রঙ্গোলি তৈরি করার পাশাপাশি সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুতে হবে। ফলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন। আর ঘরে সুখ এবং সৌভাগ্যের সঞ্চার ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
*তুলসী পুজো: তুলসী পছন্দ করেন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিয়মিত ভাবে যে বাড়িতে তুলসী গাছের পুজো হয়, সেখানে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ করে সন্ধ্যাবেলায় প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement