Astro Tips: রাশিতে-রাশিতে তোলপাড়, একাধিক গ্রহের গোচর, কাঁড়িকাঁড়ি টাকা, দাম্পত্যে প্রেমের তুফান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানে রাশিচক্র পরিবর্তন করে। এভাবে প্রতি মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হয়। অক্টোবর মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং কিছু গ্রহ গতিবিধির পরিবর্তন করবে।
অক্টোবর মাস মানেই উৎসবের মাস ৷ রাহু-কেতু ছাড়াও, সূর্য এবং শুক্রের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলিও এই উৎসবের মাসেই নিজেদের রাশি পরিবর্তন করবে। অক্টোবর মাসে ১২ রাশির জাতক-জাতিকার জীবনে পরিবর্তন দেখতে পাবেন৷ তবে কোন গ্রহের গোচরের জন্য কোন সময়ে কাজে সাফল্য আসবে তা পুরোটাই নির্ভর করবে সেই সুনির্দিষ্ট রাশির সঙ্গে সেই গ্রহের সম্পর্কের উপর।
advertisement
advertisement
advertisement
এইধরণের একাধিক পরিবর্তনের ফলে, অক্টোবর মাসে ১২ রাশির জাতক-জাতিকার জীবনে পরিবর্তন দেখতে পাবেন।বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্টোবর মাসে সূর্য, শুক্র, রাহু-কেতু এবং বুধ গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। মাসের প্রথমদিনেই জেনে নিন অক্টোবর মাসে কখন কোন গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং কোন রাশির জাতক -জাতিকারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীন রাশিতে রাহুর গোচর বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ হিসেবে বর্ণনা করা হয়। রাহু সবসময় বিপরীত দিকে চলে বা উল্টো চাল চলে এবং রাহু গ্রহে কোনও রাশির প্রাধান্য নেই। রাহু প্রায় ১৮ মাসে তার রাশি পরিবর্তন করে। ৩০ অক্টোবর,২০২৩ তারিখে, রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, যা দেবগুরু বৃহস্পতির রাশি। রাহুর রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ হবে৷
advertisement
advertisement