Astro Tips: খুব সাবধান, এই ৬টি গাছের ছায়া যেন ভুলেও বাড়িতে না পড়ে! ঘর থেকে চলে যাবে মা লক্ষ্মী!

Last Updated:
Astro Tips: বাড়িতে গাছ লাগানো ভাল, তবে কোনটি লাগাতে হবে তা জানা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে রাখা ছায়া ইতিবাচক এবং নেতিবাচক শক্তি সঞ্চার করে। অতএব, সাবধানে গাছ নির্বাচন করুন। এই গাছগুলোর কোনোটি রোপণ করলে আজই উপড়ে ফেলুন...
1/11
খুব সাবধান, এই ৬টি গাছের ছায়া যেন ভুলেও বাড়িতে না পড়ে! ঘর থেকে চলে যাবে মা লক্ষ্মী!
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই বাড়ির সামনে গাছ লাগান। কিছু গাছ ও গাছপালা শুভ আবার কিছু আমাদের জন্য অশুভ। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ-গাছালি আছে যেগুলো বাড়ির সামনে লাগানো বা বড় করা একেবারেই উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন কী কী এমন গাছ ও গাছপালা...
advertisement
2/11
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল লোকাল 18 কে বলেন, বাড়িতে গাছ লাগালে শুধু সৌন্দর্যই বৃদ্ধি পায় না, ইতিবাচক শক্তিও ছড়ায়।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল লোকাল 18 কে বলেন, বাড়িতে গাছ লাগালে শুধু সৌন্দর্যই বৃদ্ধি পায় না, ইতিবাচক শক্তিও ছড়ায়।
advertisement
3/11
কিন্তু, আশেপাশে এমন অনেক গাছ-গাছালি আছে যেগুলো বাড়ির উঠোনে বা সামনে লাগালে অশুভ প্রভাব পড়তে পারে। সেই গাছের ছায়া বাড়ির উপর পড়লে তা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়।
কিন্তু, আশেপাশে এমন অনেক গাছ-গাছালি আছে যেগুলো বাড়ির উঠোনে বা সামনে লাগালে অশুভ প্রভাব পড়তে পারে। সেই গাছের ছায়া বাড়ির উপর পড়লে তা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়।
advertisement
4/11
প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যেগুলোর পূজা করা হয়। এর মধ্যে একটি পিপল গাছও রয়েছে। তবে বাড়ির উঠানের ঠিক সামনে একটি পিপল গাছ লাগালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে।
প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যেগুলোর পূজা করা হয়। এর মধ্যে একটি পিপল গাছও রয়েছে। তবে বাড়ির উঠানের ঠিক সামনে একটি পিপল গাছ লাগালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে।
advertisement
5/11
পিপল গাছের ছায়া যেন ঘরে না পড়ে। এর কারণে বাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
পিপল গাছের ছায়া যেন ঘরে না পড়ে। এর কারণে বাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
6/11
তেঁতুল গাছ বাড়ির আঙিনায় বা বাইরে লাগানো উচিত নয়। ঘরে তেঁতুল গাছ লাগালে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। এতে পারিবারিক কলহও হতে পারে, তাই বাড়িতে তেঁতুল গাছ লাগানো উচিত নয়।
তেঁতুল গাছ বাড়ির আঙিনায় বা বাইরে লাগানো উচিত নয়। ঘরে তেঁতুল গাছ লাগালে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। এতে পারিবারিক কলহও হতে পারে, তাই বাড়িতে তেঁতুল গাছ লাগানো উচিত নয়।
advertisement
7/11
খেজুরকে কাঁটাযুক্ত উদ্ভিদের মধ্যেও গণ্য করা হয়। খেজুর গাছ বা গাছ বাড়ির ভিতরে বা বাইরে লাগানো উচিত নয়। এটি বাড়িতে অশুভ প্রভাব ফেলে। খেজুর গাছ দেখে কোনো কাজ শুরু করলে সেই কাজে ব্যর্থ হবেন। তাই বাড়ির আঙিনায় বা বাইরে এই গাছ লাগান একেবারেই উচিত নয়।
খেজুরকে কাঁটাযুক্ত উদ্ভিদের মধ্যেও গণ্য করা হয়। খেজুর গাছ বা গাছ বাড়ির ভিতরে বা বাইরে লাগানো উচিত নয়। এটি বাড়িতে অশুভ প্রভাব ফেলে। খেজুর গাছ দেখে কোনো কাজ শুরু করলে সেই কাজে ব্যর্থ হবেন। তাই বাড়ির আঙিনায় বা বাইরে এই গাছ লাগান একেবারেই উচিত নয়।
advertisement
8/11
খেজুর গাছের মতো বরই গাছও কাঁটাযুক্ত। বাড়ির আঙিনায় বা বাড়ির বাইরে লাগালে পারিবারিক কলহ দেখা দিতে পারে। বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে। বরই গাছ বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ঠিক বাইরে লাগানো উচিত নয়।
খেজুর গাছের মতো বরই গাছও কাঁটাযুক্ত। বাড়ির আঙিনায় বা বাড়ির বাইরে লাগালে পারিবারিক কলহ দেখা দিতে পারে। বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে। বরই গাছ বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ঠিক বাইরে লাগানো উচিত নয়।
advertisement
9/11
মাদার ফুল ও ফল ভগবান শিবকে নিবেদন করা হয়। এতে ভগবান শিব খুব খুশি হন। কিন্তু, এই উদ্ভিদ থেকে নির্গত দুধ নেতিবাচক শক্তি সঞ্চার করে। তাই বাড়ির আঙিনায় বা বাইরে এই গাছ লাগাবেন না।
মাদার ফুল ও ফল ভগবান শিবকে নিবেদন করা হয়। এতে ভগবান শিব খুব খুশি হন। কিন্তু, এই উদ্ভিদ থেকে নির্গত দুধ নেতিবাচক শক্তি সঞ্চার করে। তাই বাড়ির আঙিনায় বা বাইরে এই গাছ লাগাবেন না।
advertisement
10/11
বেল গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করা হয় যা ভগবান শিবের খুব প্রিয়। কিন্তু, এই গাছটি কাঁটাযুক্ত, এটি বাড়ির আঙ্গিনায় বা বাড়ির বাইরে লাগানো উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়।
বেল গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করা হয় যা ভগবান শিবের খুব প্রিয়। কিন্তু, এই গাছটি কাঁটাযুক্ত, এটি বাড়ির আঙ্গিনায় বা বাড়ির বাইরে লাগানো উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়।
advertisement
11/11
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement