Astro Tips: রোহিত শর্মার কুণ্ডলী দারুণ ঝকঝকে, কিন্তু কয়েকটা গ্রহ বাধ সাধছে, বিশ্বকাপে কী খেলা হবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: রোহিত শর্মার কুণ্ডলী লগ্ন রাশি ও মেষ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রোহিত শর্মার কুণ্ডলীতে এমন নক্ষত্রের সমন্বয় রয়েছে যে তিনি বিশ্বকাপ জিততে পারেন। কিন্তু কিছু গ্রহের অবস্থান সমস্যাও তৈরি করতে পারে।
ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে পারফরম্যান্সের তুঙ্গে রয়েছে৷ ব্যাটিং- বোলিং সব বিভাগেই প্রতিপক্ষদের একেবারে ল্যাজে গোবরে করে দিচ্ছে৷ তুখোড় দক্ষতায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। রোহিত শর্মা ২০২৩ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার জন্য শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারত কি পারবে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিততে? তাঁর কোষ্ঠী বিচার করে রাশি ও গ্রহের অবস্থান বিশ্বকাপে কী প্রভাব ফেলবে? Photo Courtesy- Rohit Sharma/Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রোহিতের রাশিফলের উপর রাহু সংক্রমনের প্রভাব ৩০ অক্টোবর ২০২৩ এ বছরের সবচেয়ে বড় গোচর হতে চলেছে। রাহু এই দিন তার রাশি পরিবর্তন করবে। বর্তমানে রাহু মেষ রাশিতে রয়েছে, যা ৩০ অক্টোবর মীন রাশিতে গমন করবে। রাহুর এই গোচর রোহিতের জন্য শুভ সময় নিয়ে আসবে। কারণ মেষ রাশির লোকেরা ১৮ মাস ধরে রাহুর প্রভাবে ছিল।
advertisement
এমন পরিস্থিতিতে রাহু দ্বাদশ ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা স্বস্তি পাবেন এবং তাঁদের ভাগ্যের বড় পরিবর্তন সম্ভাবনা তৈরি হবে৷ (Disclaimer-এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়, প্রচলিত মতের ভিত্তিতে এই তথ্য, সঠিক উপায়ের জন্য সরাসরি বিশেষজ্ঞের পরামর্শের মত নেওয়াই প্রার্থণীয়)