Aries: মেষ রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Aries Personality Traits: মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হলেও তাতে ঝাঁপিয়ে পড়তে পিছপা হন না এই রাশির মানুষগুলি।
সাধারণত যাঁদের জন্ম ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে (Sun Sign), তাঁরা আসলে মেষ রাশির জাতক-জাতিকা। জ্যোতিষশাস্ত্রবিশারদদের মতে, সব সময় শীর্ষে বা এক নম্বরে থাকতে পছন্দ করেন মেষ রাশির জাতক-জাতিকারা। এঁরা সাধারণত সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন। মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হলেও তাতে ঝাঁপিয়ে পড়তে পিছপা হন না এই রাশির মানুষগুলি।
advertisement
advertisement
মেষ রাশির জাতক-জাতিকাদের আচরণে একেবারেই জটিলতা থাকে না। সরাসরি কাজ করতে কিংবা কথা বলতে পছন্দ করেন। তবে অপ্রয়োজনীয় কিছু সমস্যার জেরে কখনও কখনও তাঁরা তীব্র হতাশায় ভুগে থাকেন। দ্রুত কাজ এঁদের অত্যন্ত পছন্দের। মেষ হল কার্ডিনাল সাইন। জ্যোতিষবিদদের মতে, প্রতিটি রাশিই তার আগের রাশির থেকে ভাল এবং মন্দ উভয় শিক্ষাই নিয়ে থাকে। আবার মেষ রাশির ক্ষেত্রে যদিও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনও জ্ঞান থাকে না। তাঁরা মূলত চোখ বন্ধ করে প্রত্যাশা নিয়ে এগিয়ে যান।
advertisement
এই ফায়ার সাইনগুলি অনেকটা সময় কেটে যাওয়ার পরে চিন্তাভাবনা করে। যার ফলে প্রায়শই কঠিন উপায়ে শিক্ষা নিতে হয় তাদের। মেষ রাশি একক আত্মার প্রতিনিধিত্ব করে। যেখানে মেষ রাশির বিপরীত রাশি তুলা আবার পার্টনারশিপের প্রতীক। যদিও মেষ রাশির আত্ম-সংকল্প অনুপ্রেরণাদায়ক হতে পারে, তবে এই রাশিকে স্বার্থপর প্রবণতাগুলির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
advertisement
মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই সাহসী রাশির জাতক-জাতিকারা সব সময় যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। প্রচণ্ড মেজাজী প্রকৃতির হয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকারা। যদিও তাঁদের এই রাগ দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। মেষ রাশির জাতক-জাতিকারা ইতিবাচক এবং মজাদার প্রকৃতির হন। এঁরা দারুণ ভাবে জীবনটাকে উপভোগ করতে ভালবাসেন। মেষ রাশির জাতক-জাতিকারা ক্রীড়াক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)