Astrology 2023: ১০ বছর পর বিরল যোগ! ৩ রাশির কপাল মুড়বে সোনায়! টাকার বৃষ্টিতে ভরবে ঘর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছে। যেখানে কেতু ইতিমধ্যেই বিরাজ করছে, প্রায় ১০ বছর পর কন্যা রাশিতে শুক্র ও কেতুর মিলন ঘটছে। ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর্থিক ভাবে ভীষণ ভাবে লাভবান হবেন তাঁরা।
advertisement
advertisement
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম আরও বলেন, "বহু বছর পর কন্যা রাশিতে শুক্র ও কেতুর মিলন ঘটেছে। যার প্রভাব ১২ টি রাশির উপর দেখা যাবে। কিছু রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে, কিছু রাশির জাতক-জাতিকাদের উপর এটি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর মধ্যে থাকা ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর্থিক ভাবে ভীষণ ভাবে লাভবান হবেন তাঁরা। এই তিনি রাশির হল- সিংহ রাশি, মেষ রাশি, কন্যা রাশি।
advertisement
advertisement
advertisement