Akshay Tritiya 2023|| ভুল করেও 'এই' কাজগুলি অক্ষয় তৃতীয়ায় করবেন না! রুষ্ট হবেন মা লক্ষ্মী, জীবন ছারখার হয়ে যাবে

Last Updated:
Akshay Tritriya 2023: অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা কেনা হলে তা জীবনভর অনন্ত ফল প্রদান করে থাকে। তবে স্নান, দান-ধ্যান এবং সোনা ক্রয় করা শুভ হলেও এই দিনে কিছু কাজ করা একেবারেই উচিত নয়।
1/8
*প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়ার মহা উৎসব। এ বার ২২ এপ্রিল, ২০২৩ তারিখে মহা উৎসব পালন হবে। ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। ফাইল ছবি। 
*প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়ার মহা উৎসব। এ বার ২২ এপ্রিল, ২০২৩ তারিখে মহা উৎসব পালন হবে। ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। ফাইল ছবি। 
advertisement
2/8
*আসলে এই উৎসব স্নান ও দান-ধ্যানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে মানুষ সোনা এবং অলঙ্কার কিনে থাকে। আর এই বিষয়টাকে শুভ বলেও গণ্য করা হয়। ফাইল ছবি। 
*আসলে এই উৎসব স্নান ও দান-ধ্যানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে মানুষ সোনা এবং অলঙ্কার কিনে থাকে। আর এই বিষয়টাকে শুভ বলেও গণ্য করা হয়। ফাইল ছবি। 
advertisement
3/8
*কথিত আছে, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা কেনা হলে তা জীবনভর অনন্ত ফল প্রদান করে থাকে। তবে স্নান, দান-ধ্যান এবং সোনা ক্রয় করা শুভ হলেও এই দিনে কিছু কাজ করা একেবারেই উচিত নয়। সেই বিষয়ে নিজের মতামত প্রকাশ করছেন কাশীর জ্যোতিষী ড. সুভাষ পাণ্ডে। ফাইল ছবি। 
*কথিত আছে, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা কেনা হলে তা জীবনভর অনন্ত ফল প্রদান করে থাকে। তবে স্নান, দান-ধ্যান এবং সোনা ক্রয় করা শুভ হলেও এই দিনে কিছু কাজ করা একেবারেই উচিত নয়। সেই বিষয়ে নিজের মতামত প্রকাশ করছেন কাশীর জ্যোতিষী ড. সুভাষ পাণ্ডে। ফাইল ছবি। 
advertisement
4/8
*বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-র জ্যোতিষ বিভাগের অধ্যাপক এবং জ্যোতিষী সুভাষ পাণ্ডে বলছেন যে, এই দিনে করা ভাল কাজের যেমন অপরিসীম ফল পাওয়া যায়, তেমনই এই দিনে করা ভুল কাজেরও ফলাফল অনন্ত গুণ বেড়ে যায়। ফাইল ছবি। 
*বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-র জ্যোতিষ বিভাগের অধ্যাপক এবং জ্যোতিষী সুভাষ পাণ্ডে বলছেন যে, এই দিনে করা ভাল কাজের যেমন অপরিসীম ফল পাওয়া যায়, তেমনই এই দিনে করা ভুল কাজেরও ফলাফল অনন্ত গুণ বেড়ে যায়। ফাইল ছবি। 
advertisement
5/8
*অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে মিথ্যা কথা একেবারেই বলা উচিত নয়। আর সেই সঙ্গে অহেতুক কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। কারণ এতে নিজের জীবনের অসুবিধাই বৃদ্ধি পায়। ফাইল ছবি। 
*অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে মিথ্যা কথা একেবারেই বলা উচিত নয়। আর সেই সঙ্গে অহেতুক কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। কারণ এতে নিজের জীবনের অসুবিধাই বৃদ্ধি পায়। ফাইল ছবি। 
advertisement
6/8
*এই দিনটি বিশেষ পুণ্য লাভের দিন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে মাংস এবং মদ খাওয়া এড়িয়ে চলা উচিত। ওই দিনে এমনটা করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। ফাইল ছবি। 
*এই দিনটি বিশেষ পুণ্য লাভের দিন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে মাংস এবং মদ খাওয়া এড়িয়ে চলা উচিত। ওই দিনে এমনটা করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। ফাইল ছবি। 
advertisement
7/8
*এখানেই শেষ নয়, অক্ষয় তৃতীয়ার দিনে টাকা ধার দেওয়াও উচিত নয়। এতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এবং গৃহে দারিদ্র্য-দুঃখের পরিস্থিতি তৈরি হয়। ফাইল ছবি। 
*এখানেই শেষ নয়, অক্ষয় তৃতীয়ার দিনে টাকা ধার দেওয়াও উচিত নয়। এতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এবং গৃহে দারিদ্র্য-দুঃখের পরিস্থিতি তৈরি হয়। ফাইল ছবি। 
advertisement
8/8
*অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের সিন্দুক পরিষ্কার করে পুজো করা উচিত। বছরের এই বিশেষ দিনে কোনও অবস্থাতেই সিন্দুক অপরিচ্ছন্ন রাখা উচিত নয়। ফাইল ছবি।
*অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের সিন্দুক পরিষ্কার করে পুজো করা উচিত। বছরের এই বিশেষ দিনে কোনও অবস্থাতেই সিন্দুক অপরিচ্ছন্ন রাখা উচিত নয়। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement