Akshay Tritiya: শেষ হতে চলেছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়! কখন কিনবেন সোনা-রূপো? জেনে নিন সময়

Last Updated:
অক্ষয় তৃতীয়ার শুভ সময় শেষ হতে আর কিছু ঘণ্টাই বাকি রয়েছে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
1/7
তবে অক্ষয় তৃতীয়ার সকালে বিশেষ সময়ে এই টোটকা পালন করতে হবে৷ এদিন সকাল ৬ থেকে সকাল ৮ টার মধ্যে এই জ্যোতিষ টোটকা পালনেই সিদ্ধ হবে সব স্বপ্ন৷
অক্ষয় তৃতীয়ার শুভ সময় শেষ হতে আর কিছু ঘণ্টাই বাকি রয়েছে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
advertisement
2/7
এই টোটকা পালন করলে টের পাবেন না অভাব কাকে বলে৷ অর্থসম্পদ, শ্রী ও সৌভাগ্য উপচে পড়বে জীবনে৷ দূর হবে নেতিবাচক এবং অশুভ শক্তির সব কুপ্রভাব৷
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, প্রতি মাসের বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয়। এই দিন কোনও শুভ এবং মাঙ্গলিক কাজ করা শুভ বলে মনে করা হয়।
advertisement
3/7
এই বিশেষ পু্ণ্যতিথির জন্য রয়েছে এক বিশেষ জ্যোতিষ টোটকা৷ পালন করলে জীবনে সুখ-শান্তি-অর্থের অভাব হবে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ হিতেন্দ্র তিওয়ারি৷
এই বছর অক্ষয় তৃতীয়া বিশেষ হতে চলেছে। কারণ, এই সময় গজকেশরী, মালব্য, লক্ষ্মী-নারায়ণ-সহ একাধিক রাজযোগের সৃষ্টি হতে চলেছে।
advertisement
4/7
অক্ষয় তৃতীয়ায় কিনুন সোনা রুপোর গয়না, দেববিগ্রহ বা পুজোর বাসন৷ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থেকে কোনও সময় সরে যাবে না৷
এই দিন ভগবান কুবের এবং মা লক্ষ্মীর পুজো করলে ঘরে ধন-সম্পদের বৃদ্ধি ঘটবে। দেখে
advertisement
5/7
এই তারিখে একটি গাড়ি কেনা বা শিশুদের জন্য একটি সঞ্চয় পরিকল্পনা শুরু করার মতো স্মার্ট বিনিয়োগগুলি ভবিষ্যতে ইতিবাচকতা নিয়ে আসে৷ অক্ষয় তৃতীয়ায় বিবাহ এবং বাগদানের মতো বিশেষ অনুষ্ঠানগুলি সম্পাদন করাও খুব শুভ বলে মনে করা হয়।
নেওয়া যাক কখন রয়েছে শুভ মহরত-
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া আরম্ভ হবে- ২৯ এপ্রিল সন্ধ্যা ৫টা বেজে ৩১ মিনিটে।
তৃতীয়া শেষ- ৩০ এপ্রিল দুপুর ২ টো বেজে ১২ মিনিটে
তৃতীয়া সমাপন- ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে।
advertisement
6/7
 কখন কিনবেন সোনা রূপো?দুপুর ২টো বেজে ১২ মিনিটের মধ্যে সোনা রূপো কেনা শুভ বলে মনে করা হয়।
কখন কিনবেন সোনা রূপো?
দুপুর ২টো বেজে ১২ মিনিটের মধ্যে সোনা রূপো কেনা শুভ বলে মনে করা হয়।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement