প্রবীণদের স্মার্ট ফোনের ব্যবহার শেখাতে কর্মশালা
Last Updated:
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সবই মজুত হাতের মুঠোয়। সৌজন্যে স্মার্ট ফোনের হাজারো কেরামতি। তবে টাচ স্ক্রিনে আঙুল দিয়ে স্মার্ট অ্যাপগুলোকে বাগে আনা বেশ গোলমেলে ব্যাপার।
#কলকাতা: জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সবই মজুত হাতের মুঠোয়। সৌজন্যে স্মার্ট ফোনের হাজারো কেরামতি। তবে টাচ স্ক্রিনে আঙুল দিয়ে স্মার্ট অ্যাপগুলোকে বাগে আনা বেশ গোলমেলে ব্যাপার। বয়স বাড়লে সমস্যা আরও বেশি। কাঁপা হাতে স্মার্ট ফোন ম্যানেজ করবেন কীভাবে? সেই পাঠ নিতেই পাঠশালায় হাজির ওঁরা।
পাঠশালাই বটে। তবে এখানে কোনও টোলের পন্ডিত ছাত্রদের নামতা পড়ান না। বরং এখানকার প্রশিক্ষকরা পড়ুয়াদের তুলনায় বয়সে নবীন। তাঁদেরই একজন বন বিভাগের কর্মী লিপিকা রায়। তাঁর মতে, আজকের ফাস্ট ফরোয়ার্ড লাইফে স্মার্ট ফোনই প্রবীণদের সবথেকে বড় বন্ধু হয়ে উঠতে পারে। এই সহজ সত্যিটুকু প্রবীণদের বোঝাতেই একদিনের কর্মশালার আয়োজন করেছিল 'ঠিকানা শিমলা'।
advertisement
advertisement
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় ফের ভোট শুরু অম্বিকা নগরে
Location :
First Published :
May 21, 2018 9:11 AM IST