পুরুলিয়ায় ফের ভোট গণনা কেন? প্রশ্ন বিজেপির, বয়কটের ডাক তাদের

Last Updated:

পুরুলিয়ার রঘুনাথপুরে ফের গণনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানউতর ৷ জেলা পরিষদের ১ নম্বর ব্লকে ৩৮ নম্বর আসনে ফের ভোট গণনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷

#পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুরে ফের গণনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানউতর ৷ জেলা পরিষদের ১ নম্বর ব্লকে ৩৮ নম্বর আসনে ফের ভোট গণনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷  জেলা পরিষদে ওই আসনে জয় লাভ করেন বিজেপি প্রার্থী গণেশ কুমার সিং ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী অনাথ বিন্দু মাঝিকে এই আসনে হারিয়ে দেন তিনি ৷ তবে গণনাকে কেন্দ্র করে কিছু সমস্যা থাকায় নির্বাচন কমিশন আবারও গণনার নির্দেশ দেয় ৷ সেই কারণে আজ সকাল থেকে রঘুনাথপুর কলেজে শুরু হতে চলেছে গণনা ৷
ফের গণনা শুরু হওয়ার কথা থাকলেও,  তা বয়কটের ডাক দিয়েছে বিজেপি ৷ এই ঘটনাকে ঘিরে বিজেপির মধ্যে তৈরি হয়েছে অসন্তোশ ৷ তারা এই গণনা শুধুমাত্র বয়কটই করছে না , ফের আদালতে যাওয়ার কথা জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত পুরুলিয়া জেলায় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিজিপির ভাল ফল বেশ ভাবাচ্ছে শাসক শিবিরকে ৷ এই জেলার বিদায়ী জেলা সভাধিপতিকেও হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী ৷ তৃণমূলের অন্দরে এই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ায় ফের ভোট গণনা কেন? প্রশ্ন বিজেপির, বয়কটের ডাক তাদের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement