মনুয়াকাণ্ডের ছায়া কালিয়াচকে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন
Last Updated:
মনুয়াকাণ্ডের ছায়া মালদার কালিয়াচকে। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে দফায় দফায় জেরা পুলিশের।
#কালিয়াচক: মনুয়াকাণ্ডের ছায়া মালদার কালিয়াচকে। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে দফায় দফায় জেরা পুলিশের।
ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন বছর বিয়াল্লিশের শের মহম্মদ। স্ত্রী আজিমা বিবি ছেলেমেয়েকে নিয়ে কালিয়াচকের নাজিরপুরের বাড়িতেই থাকতেন। অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী মুর সেলিম হকের সঙ্গে সম্পর্কে জড়ান আজিমা। ইদ উপলক্ষে কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন শের। তারপর থেকেই দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। সোমবার সকালে শোওয়ার ঘরে উদ্ধার হয় শেরের দেহ। পরিবারের অভিযোগ, আজিমা ও তাঁর প্রেমিকই শেরকে শ্বাসরোধ করে খুন করেছে।
advertisement
advertisement
গ্রামবাসীর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আগেও আজিমা ও সেলিমকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। এদিকে, এই ঘটনার পর থেকেই বেপাত্তা সেলিম। পরিবারের অভিযোগের ভিত্তিতে আজিমাকে আটক করে জেরা করছে কালিয়াচক থানার পুলিশ।
Location :
First Published :
August 20, 2018 6:21 PM IST