জামাকাপড় খুলে মারব, তৃণমূল নেতাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

Last Updated:

ফের প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এ বার তাঁর নিশানায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয়ও জানিয়েছেন, এই বক্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন৷

#কলকাতা: 'একজন বিজেপি নেতা, কর্মীর গায়ে হাত পড়লে বাংলায় আগুন জ্বলবে৷ গাড়ি থেকে নামিয়ে মারব৷ কাপড়জামা খুলে দেব৷' ফের প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এ বার তাঁর নিশানায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয়ও জানিয়েছেন, এই বক্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন৷
বিজেপি রাজ্য সভাপতি মাঝেমধ্যেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন৷ আগেও এরকম মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন৷ লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনীতির ময়দান ততই উত্তপ্ত হয়ে উঠছে৷ যার সাম্প্রতিকতম নিদর্শন হল জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য৷
ঠিক কী বলেছেন দিলীপ?
advertisement
খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি রাজ্যসভাপতি বলেন, 'যদি কোনও বিজেপি নেতা, কর্মীর গায়ে হাত পড়ে, তাহলে নদিয়া, ২৪ পরগনা নয়, সারা বাংলায় আগুন জ্বলবে৷ জ্যোতিপ্রিয় কত বড় মন্ত্রী হয়েছে৷ ওর গাড়ি রাস্তায় আগে আটকাবো৷ জল খেতে দেব না৷ জ্যোতিপ্রিয়র মন্ত্রীত্ব করা ঘুচিয়ে দেব। রাস্তায় জামাকাপড় খুলে দেব৷'
advertisement
দিলীপের প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয় বলেন, 'দিলীপ তো একটা অশিক্ষিত মানুষ৷ ওঁদের দলের অনেকে বলেন, ওঁদের থেকে দূরে থাকতে৷ ক্ষমতা থাকলে আমায় মেরে দেখাক৷ কিন্তু উনি দেখে নিন, ওনার জামাকাপড় খুলে কেউ না মারে এবার৷ সেই দায়িত্ব আমি নিতে পারছি না৷ দিলীপের দু পা চলার ক্ষমতা নেই, পিছনে সিআরপিএফ নিয়ে ঘোরে৷ আমি যদি বলি ওঁর জামাকাপড় খুলতে, মুরলীধর স্ট্রিট থেকে বেরিয়ে সিআর অ্যাভিনিউ পর্যন্ত গেলেই জামাকাপড় খুলে নেবে৷ যদিও আমি তা বলব না৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামাকাপড় খুলে মারব, তৃণমূল নেতাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement