পাহাড়ের মাঝে টেন্টের ভিতরে বন্ধুদের সঙ্গে ঘুমিয়ে ছিল মেয়েটি, সকালে পর্দা সরাতেই যা দেখল—চমকে উঠল সবাই!

Last Updated:
এমনই এক ঘটনার সাক্ষী হল এক মহিলা এবং তাঁর বন্ধু-বান্ধবরা। পাহাড়ে ঘুরতে গিয়ে কী এমন ঘটনার সাক্ষী হলেন তারা? জানা গিয়েছে, তারা যখন পাহাড়ে গিয়ে তাঁবুতে থাকছিলেন তখন তারা এমন এক পরিস্থিতির মুখে পড়েন যা কার্যত অবর্ণনীয়।
1/5
নতুন বছরে শীতের মরশুমে ছুটিতে অনেকেই বরফ দেখার জন্য পাহাড়ে পারি দেন। পাহাড়ের কোলে শ্বেত শুভ্র তুষার পাত দেখে চোখ-মন-প্রাণ জুড়িয়ে যায় আট থেকে আশি সকলের।
পাহাড়ে উঠতে গিয়ে অনেকেই নানান প্রতিবন্ধতার সম্মুখীন হয়েছেন। অনেকেই বাজে আবহাওয়া, ক্লান্তি, কিংবা পশুর আক্রমণের শিকার হতে পারেন।
advertisement
2/5
যখন আকাশ থেকে তুষারপাত হয়, তখন এটি বর্ণহীন হয়। আলো প্রায় অশোষিত অবস্থায় চারিদিকে ছড়িয়ে পড়ে। আর আলোর কোন রংই যখন বরফ শোষণ করে না, তখন বরফ তো সাদা হবেই।
এমনই এক ঘটনার সাক্ষী হল এক মহিলা এবং তাঁর বন্ধু-বান্ধবরা। পাহাড়ে ঘুরতে গিয়ে কী এমন ঘটনার সাক্ষী হলেন তারা?জানা গিয়েছে, তারা যখন পাহাড়ে গিয়ে তাঁবুতে থাকছিলেন তখন তারা এমন এক পরিস্থিতির মুখে পড়েন যা কার্যত অবর্ণনীয়।
advertisement
3/5
Snowfall 5
মাউন্ট এভারেস্ট জয়ী মাগডালেনা মাডেই একজন পর্বতারোহী। তিনি জানিয়েছেন, মাউন্ট এভারেস্ট জয় করা চ্যালেঞ্জিং হলেও তাঁর থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল নেপালের মাউন্ট মানাস্লু। যা পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ।
advertisement
4/5
Snowfall 3
সেখানে পাহাড়ে চড়তে গিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যায় চারিদিক বরফ আর পাহাড়।
advertisement
5/5
Tourism 5
যদি কোনও ভাবে ধস নামত তাহলে তাঁরা মুহূর্তেই বরফে চাপা পড়ত। ফলে তাদের মৃত্যু অবধারিত ছিল।
advertisement
advertisement
advertisement