West Midnapore News: পরিবেশ সচেতনতার বার্তা! বট ও অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ বৃদ্ধার
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Midnapore News: একদিকে যখন পরিবেশে বিপদ সংকুল অবস্থা, তখনই বট ও অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ করলেন এক বৃদ্ধা
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: গরম বাড়ছে। বেড়েই চলেছে স্বাভাবিক তাপমাত্রা। এর মাঝেই বট ও অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ করলেন পশ্চিম মেদিনীপুরের এক বৃদ্ধা। শাস্ত্র মেনে সন্তান হিসেবে গ্রহণ করলেন দুটি গাছকে। এ ঘটনায় রীতিমত জেলা জুড়ে শোরগোল পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নং ব্লকের ঘোলা গ্রামের পাঁজা পরিবারের সত্তরোর্ধ্ব বৃদ্ধা অভূতপূর্ব শিক্ষা দিলেন সমাজকে।
বিশ্ব উষ্ণায়নের কবলে জর্জরিত পৃথিবী। সমানতালে চলছে গাছ কাটা। তাই গাছ কাটা বন্ধ করে পৃথিবীর উষ্ণতা কমাতে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার প্রয়োজন। সবুজ পৃথিবীর বার্তা দিতে, রবিবার অক্ষয় তৃতীয়ার দিন ১টি বট এবং ১টি অশ্বত্থ গাছকে বৃদ্ধা সন্তান রূপে গ্রহণ করলেন। শাস্ত্র বিধি মেনে, পূজার্চনার মধ্য দিয়ে চলে এই কাজ। তাদের পরিবারে দু'টি গাছকে স্বাগত জানান পাঁজা পরিবারের বর্ষীয়সী সদস্যা-সহ অন্যান্যরা।
advertisement
advertisement
ঘোলা গ্রামে বসবাসকারী পাঁজা পরিবারের ওই বর্ষীয়সী সদস্যা সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যেই একটি বট ও একটি অশ্বত্থ গাছকে এভাবে দত্তক নেন। তাদের পরিবারের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। হোম যজ্ঞ সহকারে রবিবার একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল ভুরিভোজেরও। পরিবারের সদস্য, বৃদ্ধার ছেলে বিকাশ পাঁজা জানান, ‘‘আমরা অতি-আধুনিক হতে গিয়ে গাছকে অবহেলা করি। সামান্য কারণেই কেটে ফেলে নিজেরাই বিশ্ব উষ্ণায়নকে ডেকে এনেছি। আর, আজ তার ফল ভোগ করছি। তাই, এই পরিস্থিতিতে মা যেভাবে গাছের প্রতি নিজের আন্তরিক ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন তাকে মর্যাদা দিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।’’
advertisement
পরিবারটি জানাচ্ছে, আগামী দিনে প্রত্যেকেই দু'টি গাছকে সন্তান স্নেহে লালন পালন করবেন। এদিনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দ্রকোণা ১নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী-সহ অনেকেই। তিনিও এই আয়োজনে আপ্লুত। এমন ছোট ছোট উদ্যোগে পৃথিবী আগের রূপে ফিরবে বলেই অনেকেই আশাবাদী।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পরিবেশ সচেতনতার বার্তা! বট ও অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ বৃদ্ধার