West Midnapore News: অবাক কীর্তি! জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা নিজেই লেখেন স্বাস্থ্য বিষয়ক গান, সুরও দেন নিজে! চিনুন তাঁকে

Last Updated:

West Midnapore News: একদিকে তিনি স্বাস্থ্য অধিকর্তা আর অন্যদিকে তিনি গানের শিল্পী। দুই-এ মিলে একটাই চরিত্র পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শংকর ষড়ঙ্গীর।

+
অবাক

অবাক কীর্তি! জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা নিজেই লেখেন স্বাস্থ্য বিষয়ক গান, সুরও দেন নিজে! চিনুন তাঁকে

মেদিনীপুর: একদিকে তিনি স্বাস্থ্য অধিকর্তা আর অন্যদিকে তিনি গানের শিল্পী। দুই-এ মিলে একটাই চরিত্র পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শংকর ষড়ঙ্গীর। গান কে ভালবেসে, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বিষয় পৌঁছে দিতে লিখেছেন একাধিক গান। শুধু লেখা নয়, সেই গানের কথায় সুরও দিয়েছেন তিনি। কুষ্ঠ, রুবেলা, করোনা- সহ প্রায় শতাধিক গানের সঙ্গে গলা দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্তা সৌম্য শংকর ষড়ঙ্গী।
তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর হাতে জেলার সমস্ত ব্লকের স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র, মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্ব। করোনা, রুবেলা, কুষ্ঠ সহ আশা কর্মীদের নানা কাজের দিক তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন। ১৯৯৭ সাল প্রথম মেডিক্যাল অফিসার হিসেবে জঙ্গলমহল পোস্টিং পেয়েছিলেন মেদিনীপুরের বর্তমান স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর ষড়ঙ্গী। এরপর বদলি হয়ে চলে যান পুরুলিয়াতে। সেখানে কাটিয়েছেন বেশ কয়েকটা বছর।
advertisement
advertisement
জনস্বাস্থ্য বিষয়ে কুষ্ঠ রোগ সচেতনতায় স্থানীয় গানের সুরে তিনি গান লেখেন প্রথম। নিজেই গেয়েছেন সেই গান।আর সেই গানের সুর বাজতে শুরু করে গ্রামবাংলা ছাড়িয়ে শহরেও। এই ভাবেই আত্মপ্রকাশ করে এই চিকিৎসক সৌম্য শংকর ষড়ঙ্গী। এরপর এই ২৭ বছরের চাকরি জীবনে ম্যালেরিয়া, কুষ্ঠ, ফাইলেরিয়া, স্নেকবাইট, ভিটামিন ট্যাবলেট, রুবেলা, হাম এবং সাম্প্রতিক করোনা সহ প্রায় শতাধিক গান লেখার পাশাপাশি গলা মিলিয়েছেন তিনি।
advertisement
এখন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই গান গাওয়া পন্থা বেছে নিয়েছেন তিনি। সাধারণ মানুষ এই সচেতনতার প্রচার মাধ্যমকে সাদরে গ্রহণ করেছেন। এতেই খুশি জেলা এই স্বাস্থ্য অধিকর্তা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অবাক কীর্তি! জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা নিজেই লেখেন স্বাস্থ্য বিষয়ক গান, সুরও দেন নিজে! চিনুন তাঁকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement