হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
বাতিল বেলদা-হাওড়া লোকাল কবে চালু হবে? রেলকে প্রশ্ন

West Medinipur News: করোনারকালের পর থেকে আর চলেনি, বাতিল বেলদা-হাওড়া লোকাল চালুর দাবিতে ডেপুটেশন

বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালু, বেলদার কেশিয়াড়ি মোড়ে উপর ওভারব্রিজ তৈরি করার মত বিষয়গুলিতে স্মারকলিপি জমা দেওয়া হয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: করোনার সময় বন্ধ হয়েছিল। তারপর সবদিক স্বাভাবিক হলেও চালু হয়নি বেলদা থেকে হাওড়া গামী লোকাল ট্রেন। অথচ এই লোকাল ট্রেনের উপর নির্ভর করেই বেলদা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি ব্লকের হাজার হাজার মানুষ বিভিন্ন দরকারে হাওড়ায় আসতেন। এখান থেকেই তাঁরা পৌঁছে যেতেন কলকাতায়। কিন্তু করোনাকালীন নিষেধাজ্ঞা উঠে গেলেও এই লোকাল ট্রেন চালু না করায় ক্ষুদ্ধ বেলদার মানুষ।

লকডাউনের সময় এই ট্রেন প্রথম বন্ধ হয়েছিল। তারপর আর সেই ট্রেন চালু করা হয়নি। বদলে বেলদা থেকে খড়গপুর পর্যন্ত একটি লোকাল ট্রেন চালানো হচ্ছে। যদিও বেলদার মানুষের দাবি, সেই ট্রেনে মোটেও যাত্রী হয় না, কারণ তাঁদের প্রয়োজন খড়গপুরে পৌঁছে মোটেও মেটে না। তাই হাওড়া পর্যন্ত পুরনো লোকাল ট্রেনটি চালুর বারবার দাবি তুললেও রেল কান দিচ্ছে না বলে অভিযোগ।

আরও পড়ুন: ঘরে ঢুকে বধূর অবস্থা দেখে আঁতকে উঠলেন কাকি শাশুড়ি! চিৎকার শুনে ছুটে এল সকলে

বুধবার ফের এই লোকাল ট্রেন চালানো সহ একাধিক দাবিতে বেলদায় মিছিল করে রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। পরে বেলদার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের দাবি দাওয়ার মধ্যে আছে- বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালু, বেলদার কেশিয়াড়ি মোড়ে উপর ওভারব্রিজ তৈরি করার মত বিষয়গুলি।

এই স্মারকলিপি জমা দেওয়ার প্রসঙ্গে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে রামলাল রাঠি বলেন, বেলদা, কেশিয়াড়ি, এগরা, দাঁতন-২ সহ একাধিক ব্লকের মানুষ সকালে জীবিকার প্রয়োজনে হাওড়ায় যান। এক্ষেত্রে বেলদা-হাওড়া লোকাল ট্রেন‌ই তাঁদের প্রধান ভরসা ছিল। কিন্তু সেই ট্রেন বন্ধ করে দেওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে বারবার রেল কর্তৃপক্ষের কাছে দরবার করলেও তারা গা করছে না বলে তিনি অভিযোগ করেন। বেলদা-হাওড়া লোকাল দ্রুত চালু না করলে এবার বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রঞ্জন চন্দ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Deputation, Local Train