West Midnapore News: গড়বেতার ছাত্রীর দুই কিডনিই বিকল, পাশে দাঁড়ালেন বাঁকুড়ার শিক্ষক
Last Updated:
উন্নত চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ ভারতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন l
#পশ্চিম মেদিনীপুর : বাঁকুড়া জেলার বাসিন্দা হেরম্বনাথ চক্রবর্তী পেশায় একজন স্কুল শিক্ষক। পেশার সূত্রে তিনি মানুষ গড়ার কারিগর l তাই শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না নিজেকে l দুঃস্থ শিক্ষার্থী অথবা সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেই নিজের সাধ্যমত তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বহুবার।
বাঁকুড়া জেলার কদমা উচ্চ বিদ্যালয়ে সংস্কৃত পড়ান শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। হেরম্ব বাবুর জন্মভূমি এবং কর্মভূমি বাঁকুড়া জেলাতে হলেও তার জনহিতকর সামাজিক কর্মকান্ডের পরিধি শুধুমাত্র নিজের জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই l নিজের জেলা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবারে তিনি পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের লাপুড়িয়া গ্রামের দুঃস্থ কলেজ পড়ুয়া সুস্মিতা হাটুই-এর পাশে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজের ইতিহাস অনার্সের ছাত্রী সুস্মিতা। কিছুদিন আগেই বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সুস্মিতার পরিজনেরা জানতে পারেন সুস্মিতার দুটি কিডনিই বিকল।
advertisement

advertisement
আরও পড়ুন: কমছে স্লিপার, বাড়ছে এসি কোচ! বাড়তে চলেছে রেলযাত্রার খরচ
উন্নত চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন l মেয়ের জীবনদীপকে প্রজ্জলিত রাখার জন্য মা উমাদেবী একটি কিডনি দিতে চানl কিন্তু কিডনি প্রতিস্থাপনের মতো চিকিৎসার ব্যয় ভারও অনেক। তাই বিষাদের সুর এখন লাপুড়িয়ার হাটুই পরিবারে l ইতিমধ্যে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং কিছু হৃদয়বান মানুষ পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন l
advertisement
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিবারটির সাথে যোগাযোগ হয় হেরম্ব বাবুর ।খবর পেয়ে পরিবারটির পাশেদাঁড়াতে এগিয়ে আসেন এই মানব দরদী শিক্ষক ।দুঃস্থ কলেজ পড়ুয়া সুস্মিতার চিকিৎসার জন্য দশ হাজার টাকা তাদের পরিবারের একাউন্টে পাঠিয়ে দেন তিনি l এবং আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দেন l মানবদরদী শিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ l
advertisement
পার্থ মুখোপাধ্যায়
view commentsLocation :
First Published :
October 14, 2022 9:51 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: গড়বেতার ছাত্রীর দুই কিডনিই বিকল, পাশে দাঁড়ালেন বাঁকুড়ার শিক্ষক