West Medinipur Mobile Blast: জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন! আহত মেদিনীপুরের শিক্ষক, কোম্পানির বিরুদ্ধে FIR

Last Updated:

পথ চলতে চলতেই জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন লেগে গেল! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরে...

আহত মেদিনীপুরের শিক্ষক
আহত মেদিনীপুরের শিক্ষক
#পশ্চিম মেদিনীপুর: পথ চলতে চলতেই জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন লেগে গেল! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরে (West Medinipur Mobile Blast)।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার মেদিনীপুর শহরের তলকুই এর বাসিন্দা বছর ৫৫'র শিক্ষক আশীষ কুমার মিশ্র, একটি কাজে শহরের গোলকুঁয়ার চক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পথচলতি মানুষ দেখতে পান, তাঁর জামার বুক পকেটে থাকা মোবাইল ফোন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা চেঁচিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে ওই শিক্ষক মোবাইল বের করে দেখেন, আগুন লেগে গেছে ওই মোবাইল ফোনে।
advertisement
এরপরই তিনি তাড়াহুড়ো করে পকেট থেকে মোবাইলটি বের করে রাস্তায় ফেলে দেন। সেখানেই মোবাইল থেকে ব্যাটারিটি ছিটকে বেরিয়ে যায় এবং তা ব্লাস্ট করে। পকেট থেকে বের করতে করতেই ওই আগুনে শিক্ষকের মাথার বামপাশের চুল এবং বাম ভ্রু'র কিছু অংশ পুড়ে যায়! পুড়ে যায় পরিহিত জামার কিছু অংশ এবং মাস্ক! এরপর তিনি আতঙ্কিত হয়ে পড়েন(West Medinipur Mobile Blast)। এলাকার মানুষ দৌড়ে এসে জল দিয়ে ওই ফোন এবং তার ব্যাটারির আগুন নিভিয়ে ফেলেন। এরপর এই শিক্ষকের চোখে মুখে জল দিয়ে, শান্ত করে, তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
advertisement
advertisement
মেদিনীপুর শহরের বাসিন্দা, তথা পেশায় সবংয়ের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশীষ কুমার মিশ্র এই ঘটনায় আহত হয়েছেন (West Medinipur Mobile Blast)। একই সাথে তিনি ওই কোম্পানির বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ হন! তিনি বললেন, "কেন এরকম হল বুঝতে পারছি না! তবে, অনেক বড় বিপদ হতে পারত। এমনকি, প্রাণহানিও হয়তো হতে পারত"। এইদিন, হাসপাতালে চিকিৎসা করানোর সাথে সাথেই, মেদিনীপুর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই নামি কোম্পানির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Mobile Blast: জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন! আহত মেদিনীপুরের শিক্ষক, কোম্পানির বিরুদ্ধে FIR
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement