West Bengal News: দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছিল ডেবরার যুবতী, তারপর যা ঘটল, অভাবনীয়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: বুধবার সকাল ৯ টা নাগাদ ডেবরা থানায় উপস্থিত হন তারা। আজই উদ্ধার হওয়া যুবতীকে আজই তোলা হবে আদালতে।
ডেবরা: বিহারে দেড় লক্ষ টাকায় বিক্রি হওয়া যুবতীকে উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ। গত ২০ ডিসেম্বর ২০২২ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একটি এলাকায় থেকে এক যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে বিহারে দেড় লক্ষ টাকায় বিক্রি করা অভিযোগ উঠেছিল গোলগ্রাম এলাকার এক দম্পতির বিরুদ্ধে।ডেবরা থানায় অভিযোগ দায়ের করার পর দম্পতির একজনকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ।বিহারে গিয়ে ৫ দিন কাটানোর পর ওই যুবতীকে বিহারের পূর্ব চম্পারন জেলার পাহাড়পুর থানার বালুহারি থরকট্টি গাওন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে এস আই কার্তিক বসাকের টিম।
বুধবার সকাল ৯ টা নাগাদ ডেবরা থানায় উপস্থিত হন তারা। আজই উদ্ধার হওয়া যুবতীকে আজই তোলা হবে আদালতে।নেওয়া হবে গোপন জবানবন্দি।বিহারে জোর পূর্বক এক ব্যাক্তি বিয়ে করে রেখেছিল ওই যুবতীকে। অবশেষে পুলিশের তৎপরতায় নিজের বাড়ি ফিরতে চলেছে ওই যুবতী।গত বছরের অক্টোবর মাসের ২০ তারিখ ঘটনা ঘটার পরেই ৩০ তারিখ ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়।
advertisement
advertisement
অভিযোগের তদন্তে নেমে দম্পতির একজন পারুল সিংহকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে তার স্বামী পলাতক। পুলিশ সুত্রে খবর ওই দম্পতি ডেবরার দুটি জায়গা থেকে দুজনকে বিহারে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল।দুজনের মধ্যে এক নাবালিকা ছিল। তাকে আগেই উদ্ধার করেছে পুলিশ। এবার উদ্ধার করলো বছর কুড়ির ওই যুবতীকে।বুধবার দুপুর ১২ টা নাগাদ ডেবরা থানা থেকে মেদিনীপুর আদালতের উদ্দেশ্যে রওনা হয় ডেবরা থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 10:01 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Bengal News: দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছিল ডেবরার যুবতী, তারপর যা ঘটল, অভাবনীয়!