Weekend Trip| Offbeat Destination|| ঝাড়গ্রাম গিয়ে অপরূপ এই গ্রামে যাননি? পর্যটন মানচিত্রে নয়া ডেস্টিনেশন খোয়াব গাঁ, দেখুন কত বড় মিস!

Last Updated:

Offbeat Destination Jhargram Khoyab Gaon: পর্যটন মানচিত্রের নতুন দিশা ঝাড়গ্রামের খোয়াব গাঁ। গ্রামের বেশ কয়েকটি দেওয়ালকে নানান ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।

+
ঝাড়গ্রামের

ঝাড়গ্রামের খোয়াব গাঁ

ঝাড়গ্রাম: শীত হোক কিংবা বসন্ত ভ্রমন পিপাসুদের কাছে নতুন নতুন ডেস্টিনেশন হল বেঁচে থাকার মূলমন্ত্র। মাটির বাড়িতে ছবি এঁকে বিশ্বের মানচিত্রে পর্যটন হিসেবে জায়গা নিতে চলেছে জঙ্গল মহলের খোয়াব গাঁ বা স্বপ্নের গাঁ! দার্জিলিং কিংবা পাহাড় ঘেরা পুরুলিয়া অথবা দীঘার সমুদ্র কিংবা জঙ্গল অবস্থিত সুন্দরবনে পর্যটনের স্বাদ নিতে কে না ভালবাসে? তাই পুজোর মরশুম থেকে শুরু হয়ে যায় পর্যটকদের আনাগোনা। তবে এ বার বিশ্বের মানচিত্রে পর্যটনের জায়গা হিসেবে দখল নিতে চলেছে ঝাড়গ্রামের লোধাশবর অধ্যুষিত খোয়াব গাঁ। নানান রঙে, নানান ছবিতে সাজিয়ে তোলা হয়েছে গ্রামের মাটির বাড়িগুলো।
একসময় এই গ্রাম লালবাজার নামে পরিচিত ছিল। কিন্তু বছর পাঁচেক আগে দায়িত্ব নিয়ে এই গ্রামের ভোল পাল্টে দেন কলকাতারই চালচিত্র অ্যাকাডেমি সংস্থার লোকজন। মূলত সংস্থার সদস্যরা গ্রামে ঘুরতে আসেন বেশ কয়েক বছর আগে। তাঁরা এসে এই লোধা শবার ও কুড়মি পরিবারদের দেখে তাঁদের সাক্ষরতার সঙ্গে স্বনির্ভর এবং পর্যটন হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনা করেন। পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত শ্রেণির অন্যতম লোধা শবরদের পরিবারের সদস্যদের এবং বাচ্চাদের ট্রেনিং দেওয়া শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?
এই গ্রামে সব মিলিয়ে রয়েছে ১৩টি বাড়ি। সেই বাড়িতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আঁকা শুরু হয়। প্রতি বছরই এই চিত্র পরিবর্তন করেন সদস্যরা। প্রথম প্রথম এই চিত্র আঁকতেন সংস্থার সদস্যরা। কিন্তু পরবর্তীকালে এই দৃশ্য আঁকেন এলাকার এই লোধা শবর পরিবারের ছেলে-মেয়েরা। তাদের দক্ষ করে তোলা হয়েছে এই কাজে।
advertisement
advertisement
পাশাপাশি, গাছের মূল, শিকড় দিয়ে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। ছাঁচ নিয়ে এসে ডোকরার কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একইসঙ্গে কটেজ তৈরি করার ভাবনাচিন্তা চলছে। পরিবারগুলিকে আর্থিক সাহায্য করে তাঁদের আধুনিক যুগের সঙ্গে মেলানোর প্রস্তুতি নিচ্ছেন সংস্থার সদস্যরা। যদিও রাজ্য ও জেলার মানুষ ছাড়াও এই গ্রামে এখন ঘুরতে আসেন দেশ বিদেশের বহু পর্যটক। গ্রামের গা দিয়ে বয়ে চলা কেচেন্দা খালের জল এবং সবুজে ঘেরা জঙ্গলমহলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন পর্যটকেরা। আগামী দিনে প্রথম সারির পর্যটনের কেন্দ্র হিসেবে ছাপ ফেলতে চলেছে এই জঙ্গলমহল লোধা শবর অধ্যুষিত খোয়াব গাঁ, তা বলাই বাহুল্য।
advertisement
আরও পড়ুনঃ অ্যাকোয়াটিকায় অরিজিৎ-র কনসার্টের টিকিট কেটেছেন? শুধুমাত্র এ ভাবেই পৌঁছতে পারবেন, নচেৎ নয়
চালচিত্র অ্যাকাডেমির দায়িত্বে থাকা মৃণাল মণ্ডল বলেন, "বছর কয়েক আগে ঘুরতে আসি গ্রামে। ভাল লেগে যায়। এরপর আমাদের সংস্থা থেকে ভাবনাচিন্তা করে ২০১৮ সাল থেকে আমরা দায়িত্ব নিয়েছি। এলাকায় লোধা ও শবর পরিবারের কাঁথা সেলাই, কাটুম কুটুম শেখানো হয়। এ ছাড়া পরিবারের বাচ্চাদের বাড়ি আঁকার ট্রেনিং দেওয়া হয়। আমরা চাই জঙ্গলমহলের এই লোধা শবর পরিবার শিক্ষিত হয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুক।"
advertisement
গ্রামের পূজা আহির ও শিখা আহির নামে কিশোরীরা জানায়, আমাদের গ্রাম আমরা সাজিয়ে তুলেছি। আমাদের দক্ষ করে তুলেছে এই চালচিত্র সংস্থার লোকজন। আমরা খুবই উৎসাহী ও ভাল লাগে এই ধরনের কাজ করতে। মাঝে মাঝে পর্যটকেরা আসে আর খোঁজ খবর নিয়ে যায়।
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Weekend Trip| Offbeat Destination|| ঝাড়গ্রাম গিয়ে অপরূপ এই গ্রামে যাননি? পর্যটন মানচিত্রে নয়া ডেস্টিনেশন খোয়াব গাঁ, দেখুন কত বড় মিস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement