West Midnapore News: জোর টক্কর সবাইকে! প্রত্যন্ত গ্রাম থেকে মাধ্যমিকে রাজ্যে নবম
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
মাধ্যমিকে সফল দাঁতন এর ছেলে। চায় ডাক্তার হতে
দাঁতন: প্রকাশিত হলো মাধ্যমিকের ফল।ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় মোটের উপর ভালো ফল প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষার্থিরা। মাধ্যমিক ফল প্রকাশে, প্রত্যন্ত ব্লক এলাকা থেকে রাজ্য স্তরে নবম এক ছাত্র। রাজ্য স্তরে স্থান করেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সমুদ্র দত্ত। নবম স্থান অধিকার করেছে সে। দাঁতন জুড়ে খুশির বন্যা। দাঁতনের বাসিন্দা কালিপদ দত্ত। দাঁতন হাইস্কুল থেকে সে এবছর মাধ্যমিক দিয়েছিল। তাতেই তার এই ফলাফল। সে পেয়েছে 684 নম্বর।
রাজ্যে সেরা দশের মধ্যে জায়গা করতে পেরে খুশি সমুদ্র। ভবিষ্যতে সে চায় চিকিৎসক হতে। বাবা কালিপদ পঞ্চায়েত অফিসে কাজ করেন। মা সাধারন গৃহবধূ। পরিবার সামলে ছেলের পড়াশুনার দিকে নজর ছিল মা-এর। সমুদ্রের মা প্রতিনিয়ত ছেলের পড়াশোনার বিষয়ে এগিয়ে দিয়েছেন। ছেলের এই সাফল্যে খুশি পরিবার।
advertisement
এদিন বিদ্যালয়ে এই খবর পৌঁছাতে বিদ্যালয়ে পৌঁছে যান শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের পক্ষ থেকে সমুদ্রকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাঁতনের মানুষ সমুদ্রের এই কৃতিত্বে বেশ খুশি।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 10:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: জোর টক্কর সবাইকে! প্রত্যন্ত গ্রাম থেকে মাধ্যমিকে রাজ্যে নবম