পশ্চিম মেদিনীপুরঃ ন্যাক (NAAC) এর বিচারে 'বি প্লাস প্লাস' (B ) গ্রেড পেল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই ফলাফল জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই নিয়ে চারবার 'ন্যাক' (ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কমিশন) এর মুখোমুখি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তার মধ্যে এবার প্রাপ্ত 'বি প্লাস প্লাস' গ্রেডই এখনও পর্যন্ত সেরা। প্রসঙ্গত, গতবার বিদ্যাসাগর পেয়েছিল 'বি' (B) গ্রেড। তবে, এই প্রথমবার ন্যাকের মূল্যায়নে যুক্ত হয়েছে নতুন একটি মানদন্ড। সেটি হল- অনলাইন সাবমিশন অফ ডাটা (Online Submission of Data)।
ন্যাকের দেওয়া পোশাকি নাম- Quantitative Metrics (QnM)। এই নতুন পদ্ধতিতে, এখনও ন্যাকের মুখোমুখি হতে হয়নি কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান এর মতো রাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিকে। এই মানদণ্ড যুক্ত হওয়ার পর, মূল্যায়ন পদ্ধতি আরও অনেক কঠিন হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। সেই তুলনায় ফলাফল সন্তোষজনক বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র 'অনসাইট ভিসিট' (Onsite Visit), এই একটিমাত্র মানদণ্ডের বিচারেই ন্যাকের মূল্যায়ন হয়েছে। যেটির পোশাকি নাম হল, Qualitative Metrics (QlM)। কিন্তু, এবার তার সাথে যুক্ত হওয়া 'অনলাইন সাবমিশন অফ ডাটা' (QnM)'ই ন্যাকের মূল্যায়ন পদ্ধতিকে বেশ কঠিন করে তুলেছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক-অধ্যাপিকা থেকে আধিকারিকদের মতামত। উল্লেখ্য যে, অনসাইট ভিসিটে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এ (A) গ্রেড (৩.১১/৪) পেলেও, অনলাইন সাবমিশনে বিদ্যাসাগর পেয়েছে 'বি প্লাস' (B ) গ্রেড (২.৬৫/৪)। সার্বিক বিচারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রেড হল 'বি প্লাস প্লাস' (B ) এবং প্রাপ্ত নম্বর হল ২.৭৯ (৪ এর মধ্যে)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, "অত্যন্ত জটিল বা দুরূহ এই মূল্যায়নের নিরিখে আমাদের ফল সন্তোষজনক হলেও, আমরা আত্মতুষ্ট নই! আমরা আশা করেছিলাম এবার আমরা সার্বিক বিচারেই 'এ' গ্রেড পাব। তবে, অনসাইট ভিজিটে 'এ' পেলেও, অনলাইন সাবমিশন অফ ডাটা বিভাগটিতে আমরা বি প্লাস পেয়ে গিয়েছি। আশা করছি, এর পরেরবার যখন মূল্যায়ন হবে, তখন সার্বিকভাবেই আমরা 'এ' গ্রেড পাব"।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।