West Medinipur News: মাইলস্টোন দিয়ে সাজানো হচ্ছে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
করোনার জেরে বিদ্যাসাগর মেলা পিছিয়ে এবার করা হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে। তার আগেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা তুলে ধরতে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ
#পশ্চিম মেদিনীপুর- মাইলস্টোন (Milestone) বা 'মাইলফলক' তাঁর জীবনের স্মরণীয় এক অধ্যায়। আর, সেই অধ্যায় 'ইতিহাস' রূপে আজও অক্ষয় হয়ে আছে বাঙালির জীবনে! তিনি, বীরসিংহের (তথা, মেদিনীপুরের) 'সিংহশিশু' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পিঠে চড়ে বীরসিংহ গ্রাম থেকে কলকাতা যাওয়ার পথে 'মাইলস্টোন' দেখেই শিখেছিলেন ইংরেজি সংখ্যা। আর সেই মাইলস্টোন দিয়ে সাজানো হচ্ছে বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে! মাইলস্টোনে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা ও উল্লেখযোগ্য বছরগুলি। করোনার জেরে বিদ্যাসাগর মেলা পিছিয়ে এবার করা হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে। তার আগেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা তুলে ধরতে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ।
Location :
First Published :
February 01, 2022 7:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মাইলস্টোন দিয়ে সাজানো হচ্ছে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে