Paschim Medinipur News: প্রাণনাশের হুমকি ছেলের! অন্যের বাড়িতে আশ্রয় বৃদ্ধ বাবার

Last Updated:

বৃদ্ধ বাবা ছেলের সম্পত্তি নিয়ে বিবাদ, বিচার চেয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা! বাবার সম্পত্তি ছেলেকে লিখে না দেওয়ার অপরাধে বাবাকে মারধর প্রাণনাশের হুমকি, প্রাণ ভয়ে বাড়ি ছাড়ল বৃদ্ধ বাবা।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : বৃদ্ধ বাবা ছেলের সম্পত্তি নিয়ে বিবাদ, বিচার চেয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা! বাবার সম্পত্তি ছেলেকে লিখে না দেওয়ার অপরাধে বাবাকে মারধর প্রাণনাশের হুমকি, প্রাণ ভয়ে বাড়ি ছাড়ল বৃদ্ধ বাবা। সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা। উল্টে অভিযুক্ত ছেলের পাল্টা অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলেই বাবার সম্পত্তি থেকে বঞ্চিত ছেলে। অভিযোগ পাল্টা অভিযোগে ক্ষোভে ফুঁসছে চন্দ্রকোনার বালা গ্রাম। সুবিচার চেয়ে উভয় পক্ষই প্রশাসনের দ্বারস্থ।
জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ছোট বালা গ্রামের বাসিন্দা ললিত মন্ডল তার ছোট ছেলের বিরুদ্ধে মারধর প্রাণনাশের ভয় সহ একাধিক আভিযোগ তুলে সুবিচার চেয়ে ঘাটাল আদালতের দ্বারস্থ। ললিতের দুই ছেলে, বড় ছেলে প্রশান্ত মন্ডল, ছোট ছেলে শ্রীকান্ত মন্ডল। কিছুদিন আগে হঠাৎ ললিত মণ্ডল তার বেশির ভাগ সম্পত্তি লিখে দিয়েছে তার বড় ছেলে প্রশান্ত মন্ডলকে।
advertisement
সম্পত্তির ছিঁটে ফোঁটা শুধুমাত্র চাষ জমি দিয়েছে তার ছোট ছেলে শ্রীকান্ত মন্ডলকে। এই নিয়ে শ্রীকান্ত দারস্থ হয় গ্রামবাসী ও স্থানীয় শাসক দলের নেতা কর্মীদের কাছে। একাধিকবার আলোচনায় বসে সকলে সিদ্ধান্ত নেয় যে বাবা ললিতের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল, ছোট ছেলে শ্রীকান্ত কেও দিতে হবে জমি ও বসত বাড়ি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের মাতঙ্গিনীকে বাড়ি ফেরাল মেদিনীপুর কোতোয়ালি থানা
সেই সভাতেই ললিতকে হেনস্তার অভিযোগ ওঠে গ্রামবাসী ও তার ছেলের বিরুদ্ধে।গ্রামের বৈঠকের পর সুবিচারের আশায় ঘাটাল আদালতে দ্বারস্থ হয় ললিত, ছোট ছেলে ও কিছু গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে। ললিত মন্ডলের দাবি, ছোট ছেলেকে কিছু সম্পত্তি দেওয়া হয়েছে, তারপরেও তার ছোট ছেলে গ্রামের বেশ কিছু মাতব্বরদের নিয়ে তাকে মারধর প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে ললিত মন্ডল।
advertisement
আরও পড়ুনঃ বিয়ের আসর থেকে পাত্র ও পুরোহিত সোজা শ্রীঘরে! কি হয়েছিল? জানুন
পাল্টা গ্রামবাসী থেকে শুরু করে অভিযুক্ত ছেলে শ্রীকান্তের দাবি, তার একমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণেই তাকে তার বাবা সম্পত্তি দিচ্ছে না, তার দাবি যে তার বাবা জানিয়েছেন পরবর্তীকালে শ্রীকান্তর সম্পত্তির মালিক হবে তার মেয়ে তাই তিনি হয়তো সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারে। সেই জন্যই তাকে কোন সম্পত্তি দেওয়া হবে না। বাবা ছেলের অভিযোগ পাল্টা অভিযোগ সব মিলে উত্তপ্ত চন্দ্রকোনার ছোট বালা গ্রাম, এখন দেখার প্রশাসন বা আদালত কি রায় দেয় এই বিষয়ে, সেদিকেই তাকিয়ে গ্রামের বাসিন্দারা।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: প্রাণনাশের হুমকি ছেলের! অন্যের বাড়িতে আশ্রয় বৃদ্ধ বাবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement