Paschim Medinipur News: ঝাড়গ্রামের মাতঙ্গিনীকে বাড়ি ফেরাল মেদিনীপুর কোতোয়ালি থানা

Last Updated:

আবারও পুলিশের মানবিক মুখ দেখল মেদিনীপুর শহরবাসী। ঝাড়গ্রামের রোহিণীর হরিপুরা গ্রাম থেকে বৌমার সঙ্গে মেদিনীপুর শহরে চিকিৎসা করাতে এসে হাতছাড়া হয়ে হারিয়ে যান বছর ৮৫ র এক বৃদ্ধা।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : আবারও পুলিশের মানবিক মুখ দেখল মেদিনীপুর শহরবাসী। ঝাড়গ্রামের রোহিণীর হরিপুরা গ্রাম থেকে বৌমার সঙ্গে মেদিনীপুর শহরে চিকিৎসা করাতে এসে হাতছাড়া হয়ে হারিয়ে যান বছর ৮৫ র এক বৃদ্ধা। তাকে পরিবার পরিজনদের কাছে ফিরিয়ে দিল মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ। চিকিৎসার জন্য বৌমা বুল্টি মন্ডলের সঙ্গে মেদিনীপুর শহরে এসেছিলেন ঝাড়গ্রাম জেলার রোহিণীর হরিপুরা গ্রামের মাতঙ্গীনি মন্ডল। এরপর মেদিনীপুর শহরে আসার পর কোনও কারণ বশত বৌমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাতঙ্গীনি মন্ডল নামে ঐ বৃদ্ধার।
এরপর মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে খোঁজাখুঁজির পরেও অসুস্থ শ্বাশুড়ির খোঁজ না পেয়ে অবশেষে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশের দ্বারস্থ হয় বৌমা। ৮৫ বছর বয়সের বৃদ্ধা, তাও আবার অসুস্থ, ফলে বৃদ্ধাকে খোঁজাখুঁজির ক্ষেত্রে অনেকটাই তৎপর ভূমিকা পালন করেন কোতওয়ালি পুলিশ আধিকারিক ও কর্মীরা। মেদিনীপুর শহর জুড়ে খোঁজ চালিয়ে অবশেষে মেদিনীপুর শহরেরই LIC মোড় এলাকা থেকে বৃদ্ধা মাতঙ্গীনি মণ্ডলকে উদ্ধার করে কোতওয়ালি থানার পুলিশ।
advertisement
advertisement
এরপর অসুস্থ বৃদ্ধাকে কোতওয়ালি থানায় নিয়ে এসে বৌমা বুল্টি মন্ডলের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। বয়স্ক এবং অসুস্থ শ্বাশুড়িকে ফিরে পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন বৌমা এবং অসুস্থ শ্বাশুড়ীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বৌমা বুল্টি মন্ডল। অন্যদিকে মেদিনীপুর কোতওয়ালি পুলিশের এই মানবিক ভূমিকার জন্য বৃদ্ধার পরিবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। একই সঙ্গে কোতওয়ালি পুলিশের এই সেবামূলক কাজের জন্য পুলিশকে কুর্নিশ জানিয়েছেন মেদিনীপুর শহরবাসী।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ঝাড়গ্রামের মাতঙ্গিনীকে বাড়ি ফেরাল মেদিনীপুর কোতোয়ালি থানা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement